এবার বীরভূমের পুলিশ সুপার পদ থেকে নগেন্দ্র ত্রিপাঠীকে সরিয়ে ভাস্কর মুখোপাধ্যায়কে আনা হল। রইল বিস্তারিত আপডেট…
হাইলাইটস
- এবার বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে বদলির সিদ্ধান্ত নিল নবান্ন।
- তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল সুন্দরবন পুলিশ জেলার SP আই পি এস ভাস্কর মুখোপাধ্যায়কে।
- অন্যদিকে, নগেন্দ্রকে পুলিশ ডিরেক্টরেটে পাঠানো হল।
উল্লেখ্য, বীরভূমের মাড়গ্রামে মোটরসাইকেলে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাউ লাল্টু প্রধানের। তাঁকে দেখতে রবিবার হাসপাতালে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি হাসপাতাল থেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মৃত্যুর খবর দেয়। উল্লেখ্য, শনিবার মাড়গ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাড়গ্রাম হাসপাতাল মোড়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। লাল্টুকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই পুলিশ সুপারকে বদলির নির্দেশ। উল্লেখযোগ্যভাবে, মাড়গ্রামে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও প্রশাসন সূত্রে খবর, রুটিন মেনেই এই বদলি করা হয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নগেন্দ্রনাথ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ