Birbhum SP: মাড়গ্রামে জোড়া খুন, বীরভূমের SP বদলে জোর জল্পনা – birbhum police super nagendra tripathi is being transferred


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 5 Feb 2023, 4:29 pm

এবার বীরভূমের পুলিশ সুপার পদ থেকে নগেন্দ্র ত্রিপাঠীকে সরিয়ে ভাস্কর মুখোপাধ্যায়কে আনা হল। রইল বিস্তারিত আপডেট…

 

নগেন্দ্রনাথ ত্রিপাঠী (বাম দিকে) ও ভাস্কর মুখোপাধ্যায় (ডান দিকে)

হাইলাইটস

  • এবার বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে বদলির সিদ্ধান্ত নিল নবান্ন।
  • তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল সুন্দরবন পুলিশ জেলার SP আই পি এস ভাস্কর মুখোপাধ্যায়কে।
  • অন্যদিকে, নগেন্দ্রকে পুলিশ ডিরেক্টরেটে পাঠানো হল।
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে বদলির সিদ্ধান্ত নিল নবান্ন। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল সুন্দরবন পুলিশ জেলার SP আই পি এস ভাস্কর মুখোপাধ্যায়কে। অন্যদিকে, নগেন্দ্র থাকছেন অফিসার অন স্পেশাল ডিউটি ডিআইজি পদমর্যাদার। পাশাপাশি আইপিএস কোটেশ্বর রাও নালাবতকে সুন্দরবন পুলিশ জেলায় স্থানান্তরিত করা হয়েছে। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বীরভূম। এদিকে, গত কয়েকদিন ধরেই বীরভূমের একাধিক জেলায় অশান্তির খবর সামনে আসছিল। মাড়গ্রামের বিস্ফোরণে জোড়ামৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল গোটা জেলা। এরই মধ্যে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ভাস্কর মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। সুন্দরবনের আগে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

West Bengal News

বীরভূমের পুলিশ সুপার বদলি

উল্লেখ্য, বীরভূমের মাড়গ্রামে মোটরসাইকেলে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাউ লাল্টু প্রধানের। তাঁকে দেখতে রবিবার হাসপাতালে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি হাসপাতাল থেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মৃত্যুর খবর দেয়। উল্লেখ্য, শনিবার মাড়গ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাড়গ্রাম হাসপাতাল মোড়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। লাল্টুকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই পুলিশ সুপারকে বদলির নির্দেশ। উল্লেখযোগ্যভাবে, মাড়গ্রামে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও প্রশাসন সূত্রে খবর, রুটিন মেনেই এই বদলি করা হয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নগেন্দ্রনাথ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *