Howrah Bardhaman Local Train : হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন বন্ধে চরম ভোগান্তি, বাসে বাদুড়ঝোলা ভিড় – people face trouble as howrah barddhaman local train service stopped on sunday


Howrah Bardhaman Train: বর্ধমানে ওভারব্রিজ সংস্কারের জন্য হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আর এরই জেরে তীব্র সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকেই রবিবার নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের বিষয়টি জানতেন না। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছে তারা। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার মেন লাইনে হাওড়া থেকে শক্তিগড় (Howrah To Saktigarh) ১৩ জোড়া এবং কর্ড লাইনে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া স্পেশাল ট্রেন চলবে। পাওয়ার ব্লকের জন্য বর্ধমান পর্যন্ত ট্রেন অনিয়মিত থাকায় গন্তব্য পৌঁছানো এবং ফেরা নিয়ে অনিশ্চিত যাত্রীরা। ফলে বিকল্প হিসেবে বাস বা ট্রেকারে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকেই। বর্ধমান ওভারব্রিজের সংস্কারকাজের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান শাখায় অনিয়মিত থাকবে রেল পরিষেবা। রবিবার বর্ধমান- হাওড়া,বর্ধমান ব্যান্ডেল,বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট একাধিক লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। হাতে গোনা কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এবং কিছু ট্রেনের অভিমুখ ঘোরানো হয়েছে।

Local Train Cancelled: টানা 5 দিন পূর্ব রেলে বাতিল অসংখ্য লোকাল ট্রেন, ভোগান্তি যাত্রীদের!
ভোগান্তিতে যাত্রীরা…
এই পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যান্ডেল স্টেশনের এক যাত্রী জানান, ট্রেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। আত্মীয়ের বাড়ি যাবেন বলে পান্ডুয়া থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু, ব্যান্ডেল স্টেশনে এসে আটকে গিয়েছেন। কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা বুঝতে পারছেন না তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে ট্রেনের জন্য প্রতীক্ষা করছেন বলেও জানান ওই যাত্রী। বর্ধমান স্টেশনের অপর এক যাত্রী বলেন, ” ট্রেন বন্ধ থাকবে তা জানা ছিল না। কোনও বিকল্প ব্যবস্থা যদি সাধারণ মানুষের জন্য করা হত সেক্ষেত্রে ভালো হত। কাজে বেরিয়ে আমি আটকে গেছি। কী ভাবে গন্তব্যে পৌঁছব তা বুঝে উঠতে পারছি না। বাড়ি ফিরতেও সমস্যায় পড়তে হবে। নদিয়ার পায়রাডাঙ্গা থেকে বেরিয়েছি ব্যান্ডেল স্টেশনে এসে জয়নগর এক্সপ্রেস ধরব বলে। কিন্তু, ট্রেন না থাকায় গন্তব্যে পৌঁছতে পারছি না ।” ব্যান্ডেলের এক যাত্রী আবুল মাজুল বলেন, “একঘণ্টা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। কোনও ট্রেন পাচ্ছি না। একটি জরুরি কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু, সময়ে পৌঁছনো সম্ভব হয় না।”

Bardhaman Accident : গলসিতে ​​সেতু থেকে উলটে গেল চাল বোঝাই লরি, বরাত জোরে প্রাণ বাঁচল চালক-খালাসীর
ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য একাধিক ট্রেন বাতিল করায় নিত্যযাত্রীরাও বিপাকে। বোলপুরের বাসিন্দা অজিত দেব বলেন, “আমরা অনেকে সরকারি কাজ করি। প্রতিদিন ট্রেনে যাতায়াত করতে হয়। ট্রেনে আমাদের একাধিক সহযাত্রী রয়েছে যাঁরা প্রতিদিন একইসময়ে বেসরকারি কাজে যোগ দেন। আমরা অত্যন্ত সমস্যায় পড়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *