ভোগান্তিতে যাত্রীরা…
এই পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যান্ডেল স্টেশনের এক যাত্রী জানান, ট্রেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। আত্মীয়ের বাড়ি যাবেন বলে পান্ডুয়া থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু, ব্যান্ডেল স্টেশনে এসে আটকে গিয়েছেন। কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা বুঝতে পারছেন না তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে ট্রেনের জন্য প্রতীক্ষা করছেন বলেও জানান ওই যাত্রী। বর্ধমান স্টেশনের অপর এক যাত্রী বলেন, ” ট্রেন বন্ধ থাকবে তা জানা ছিল না। কোনও বিকল্প ব্যবস্থা যদি সাধারণ মানুষের জন্য করা হত সেক্ষেত্রে ভালো হত। কাজে বেরিয়ে আমি আটকে গেছি। কী ভাবে গন্তব্যে পৌঁছব তা বুঝে উঠতে পারছি না। বাড়ি ফিরতেও সমস্যায় পড়তে হবে। নদিয়ার পায়রাডাঙ্গা থেকে বেরিয়েছি ব্যান্ডেল স্টেশনে এসে জয়নগর এক্সপ্রেস ধরব বলে। কিন্তু, ট্রেন না থাকায় গন্তব্যে পৌঁছতে পারছি না ।” ব্যান্ডেলের এক যাত্রী আবুল মাজুল বলেন, “একঘণ্টা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। কোনও ট্রেন পাচ্ছি না। একটি জরুরি কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু, সময়ে পৌঁছনো সম্ভব হয় না।”
ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য একাধিক ট্রেন বাতিল করায় নিত্যযাত্রীরাও বিপাকে। বোলপুরের বাসিন্দা অজিত দেব বলেন, “আমরা অনেকে সরকারি কাজ করি। প্রতিদিন ট্রেনে যাতায়াত করতে হয়। ট্রেনে আমাদের একাধিক সহযাত্রী রয়েছে যাঁরা প্রতিদিন একইসময়ে বেসরকারি কাজে যোগ দেন। আমরা অত্যন্ত সমস্যায় পড়েছি।”