Sourav Ganguly New House : ‘বড্ড জল জমে, একটু দেখুন…’, মেয়রকে চিঠি সৌরভের – sourav ganguly writes letter to kolkata mayor firhad hakim concerning about water logging at lower rowdon street


সামান্য বৃষ্টি মানেই বেহালায় হাঁটু জল। আর সেই জমা জলের ভোগান্তি নিয়ে বেহালাবাসীর ক্ষোভ চিরকালের। সেই তালিকা থেকে বাদ ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। যদিও বর্তমানে বেহালা (Behala) ছেড়ে তিনি লোয়ার রওডন স্ট্রিটের বাসিন্দা। কিন্তু, সেখানেও এক বিপত্তি। বৃষ্টি হলেই জল জমছে সৌরভের বিলাসবহুল বাংলোর (Sourav Ganguly New House) সামনে। অগত্যা সমস্যার সমাধান পেতে মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হলেন মহারাজ। চিঠি লিখে জানালেন, “বড্ড জল জমে। একটু দেখুন…।”

Sourav Ganguly : স্বপ্নের প্রাসাদ গড়ার লক্ষ্য, কোটি টাকার সম্পত্তি ভাঙছেন সৌরভ
চিঠিতে কী লিখলেন দাদা?

বৃষ্টি হলেই বাড়ির সামনে গোড়ালি ডোবা জল জমছে। রাস্তায় বেরতে ভারী সমস্যা। সমাধান চেয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) চিঠি দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক‌্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়। বর্তমানে ক্যামাক স্ট্রিটে জল জমার সমস‌্যা অনেকটাই কমেছে। তবে মুষলধারে বৃষ্টি হলে জল জমে লোয়ার রওডন স্ট্রিটে দাদার বাংলোর সামনে। ফলে নাজেহাল অবস্থা হচ্ছে তাঁর। উদ্বিগ্ন প্রাক্তন ভারত অধিনায়ক তাই কলকাতা পুরসভার দ্বারস্থ হয়েছেন। জমা জলের সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়েছেন সৌরভ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৮/১ এ, লোয়ার রওডন স্ট্রিটে গত বছর মে মাসে কেনা ৪০ কোটির বাংলোর সামনে জল জমার সমস্যা নিয়ে সৌরভ চিঠি লিখেছেন খোদ মেয়রকে। আর দাদার এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে পুরসভা।

Sourav Ganguly : সৌরভের প্রস্তাবে স্ট্রেট ‘না’! দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হচ্ছেন না ঝুলন
কলকাতা পুরসভার (KMC) সূত্রে খবর, চিঠিতে সৌরভ লিখেছেন, বাড়িটিতে তিনি আগামীদিনে বসবাস করবেন। তার জন্য সেখানে পরিকল্পনামাফিক কিছু নির্মাণও দ্রুত শুরু হবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে আবেদনও জানাবেন তিনি। এমনটাও জানা গিয়েছে। বাড়ি নেওয়ার পর মিউটেশন সহ পুরসভার কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়াও শুরু হয়ে হয়েছে। এরমধ্যেই সৌরভ এলাকার জল জমার সমস্যা নিয়ে উদ্বিগ্ন। আর তাই কলকাতা পুরসভা যেন শীঘ্রই পদক্ষেপ নেয়, সে বিষয়ে একান্ত অনুরোধ মহারাজের।

Sourav Ganguly : মহারাজের সঙ্গে সাক্ষাৎ ‘সুপার কিং’য়ের, চর্চায় ধোনির দৃষ্টি
স্বপ্নের প্রাসাদ গড়বেন মহারাজ?

গত বছর মে মাসে কলকাতার অভিজাত এলাকায় ৪০ কোটি টাকার বাংলো কিনে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২৩.৬ কাঠার উপর তৈরি বাংলোটি ৪০ কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি। তবে আট মাসের মধ্যেই এবার সেই বাংলো ভেঙে ফেলার আর্জি নিয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন সৌরভ। এবার কি তবে ওই জমিতেই স্বপ্নের প্রাসাদ গড়বেন মহারাজ? জানা গিয়েছে, কলকাতা পুরসভার বিল্ডিং দফতরে একটি চিঠি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোরো নম্বর আটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেই চিঠি পাঠানো হয়েছে। সৌরভকে বাড়ি ভাঙার অনুমতিও দেওয়া হয়েছে। তবে এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইঞ্জিনিয়ার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *