২০২১ সালে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীকে হারিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক হন সুমন কাঞ্জিলাল। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লার (John Barla) সঙ্গে মতানৈক্য ও অসন্তোষের কারণেই বিজেপি দল ছেড়ে তৃণমূলের পথে পা বাড়িয়েছেন তিনি। বহুদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল উত্তরবঙ্গে এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করতে চান। এদিন সেই জল্পনাই সত্যি করে ঘাসফুলে সুমন। দলীয় সূত্রে দাবি, বহুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এর আগে রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণকল্যাণী (Krishna Kalyani) যোগ দেন তৃণমূলে।
ঘাসফুলের মুখপাত্র এবং যুব তৃণমূল নেতা সুদীপ রাহা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ”বিজেপির আরও ১৩ জন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দরজায় দাঁড়িয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।” সুমন কাঞ্জিলালের যোগদান প্রসঙ্গে তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh ) বলেন, ”বিজেপিতে কাজ না করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলে যোগ দিতে চায় অনেকে। বিজেপির জনপ্রতিনিধিরাও ওই দলে থাকতে চাইছেন না। যারা চাটার্ড বিমানে চেপে যোগদান মেলায় গিয়েছিল, তারা এখন অটোতে চেপেও তৃণমূলে ফিরতে রাজি। ওই দলটা যে এমন তা আগেও অনেকে বলেছে। আবারও বলল। তবে বহু বিধায়ক সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এদের মধ্যে কেউ কেউ বিজেপিতে তৃণমূলের হয়ে কাজ করছেন। তাদের বলাই হয়েছে, আপনি সুকান্ত মজুমদারের পাশে থাকুন, আপনি বিরোধী দলনেতার ছায়া হয়ে থাকুন। মিটিংয়ের সব তথ্য দেবেন। তারপর দেখা যাবে।”