Suman Kanjilaal: পঞ্চায়েত ভোটের আগে পদ্ম শিবিরে ফের ভাঙন, তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক – alipurduar mla suman kanjilal joins tmc after leaving bjp


West Bengal Pachayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙনের মুখে বঙ্গ বিজেপি। পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilaal)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুমন কাঞ্জিলাল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিট অফিসে এসে ঘাসফুল শিবিরে যোগদান করেন আলিপুরদুয়ারের বিধায়ক। এদিনের যোগদান কর্মসূচিতে সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার (Alipurduar) জেলা তৃণমূল কংগ্রেসের (Zilla Trinamool Congress) সভাপতি প্রকাশ চিক বরাইক ও বিজেপির (BJP) প্রাক্তন জেলা সভাপতি তথা জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর (Prosenjit Kar)। ঘটনায় ফের চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।

Alipurduar TMC : ‘দলের একনিষ্ঠ কর্মী হিসেবে শুধু ভোট প্রদান করব’, বেসুরো তৃণমূল নেতা

২০২১ সালে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীকে হারিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক হন সুমন কাঞ্জিলাল। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লার (John Barla) সঙ্গে মতানৈক্য ও অসন্তোষের কারণেই বিজেপি দল ছেড়ে তৃণমূলের পথে পা বাড়িয়েছেন তিনি। বহুদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল উত্তরবঙ্গে এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করতে চান। এদিন সেই জল্পনাই সত্যি করে ঘাসফুলে সুমন। দলীয় সূত্রে দাবি, বহুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এর আগে রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণকল্যাণী (Krishna Kalyani) যোগ দেন তৃণমূলে।

Hiran Chatterjee Abhishek Banerjee: ‘শুধু অভিষেক নয়, মমতা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা!’ হিরণ-বিস্ফোরণ অজিত মাইতির

ঘাসফুলের মুখপাত্র এবং যুব তৃণমূল নেতা সুদীপ রাহা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ”বিজেপির আরও ১৩ জন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দরজায় দাঁড়িয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।” সুমন কাঞ্জিলালের যোগদান প্রসঙ্গে তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh ) বলেন, ”বিজেপিতে কাজ না করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলে যোগ দিতে চায় অনেকে। বিজেপির জনপ্রতিনিধিরাও ওই দলে থাকতে চাইছেন না। যারা চাটার্ড বিমানে চেপে যোগদান মেলায় গিয়েছিল, তারা এখন অটোতে চেপেও তৃণমূলে ফিরতে রাজি। ওই দলটা যে এমন তা আগেও অনেকে বলেছে। আবারও বলল। তবে বহু বিধায়ক সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এদের মধ্যে কেউ কেউ বিজেপিতে তৃণমূলের হয়ে কাজ করছেন। তাদের বলাই হয়েছে, আপনি সুকান্ত মজুমদারের পাশে থাকুন, আপনি বিরোধী দলনেতার ছায়া হয়ে থাকুন। মিটিংয়ের সব তথ্য দেবেন। তারপর দেখা যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *