Udayan Guha: ‘টাকা কি বাবার…? ভোট চাইতে এলে ঝাঁটা দেখান’, ফের বেলাগাম উদয়ন – udayan guha tmc minister attacks bjp


West Bengal Latest News: “হিন্দু-মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে। ওই ওরা ভোট চাইতে গেলে ঝাঁটা দেখাতে পারবেন তো? এরা দেশটাকে ছিবড়ে করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড় লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে।” দলের এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপিকে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

আগামী ১১ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা কলেজের মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই জনসভা সফল করতে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে বিজেপির জেলা নেতা সুশান্ত দাস সহ ১০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বড়বড়শাকদল গ্রামপঞ্চায়েত প্রধান তাপস দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড পুরীর জগন্নাথ রথের মতো…’, দলনেত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি তৃণমূল বিধায়ক মন্ত্রীর

বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন-“হিন্দু-মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে ওই ভোট চাইতে গেলে ঝাঁটা দেখাতে পারবেন কিনা? আমার মায়েরা বলুন। হিন্দু মায়েরা উলুধ্বনি আর মুসলিম মায়েরা হাততালি দিয়ে বলুন হ্যাঁ এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। এরা দেশটাকে শেষ করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড়লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে।” এরপরই বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ” চার হাজার টাকা দামের টিকিট এক হাজার টাকায় দিচ্ছেন। ওই টাকা কি আপনাদের বাবার টাকা?”

CV Ananda Bose : ‘আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার…’, কোচবিহারে পড়ুয়াদের উদ্দেশ্যে মন্তব্য রাজ্যপালের

প্রসঙ্গত, শনিবারই গ্রেটারের অনুষ্ঠান থেকে নাম না করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর উদ্যোগ কোচবিহারের সিদ্ধেশ্বরী গ্রামে বীর চিলারায়ের জন্মদিবস উপলক্ষে দুদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ”যারা বলেন রাজবংশীদের হাটু ভেঙে দেবে সুযোগ পেলে তাদের জবাব দিতে হবে।” পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ”কিছু নেতা আছে যারা রাজবংশীদের হাটু ভাঙার কথা বলেন। তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই রাজবংশীদের জাগাবেন না। রাজবংশীরা প্রয়োজন হলে যুদ্ধের জন্য তৈরি।”

Didir Doot: ‘সিপিএম-বিজেপিকে ঝাঁটা-হাতা-খুন্তি নিয়ে তাড়া করুন’, বিস্ফোরক তৃণমূল নেত্রী

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, তৃণমূলের অনেক নেতা যারা রাজবংশীদের হাঁটু ভাঙার কথা বলছেন আবার জোর করে এই অনুষ্ঠানের মঞ্চে আসতে চাইছেন। এটা ঠিক নয়। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগে অসমে যখন এই অনুষ্ঠান হত, তখনও গিয়েছি। এখনও আসছি।” যদিও গ্রেটার সুপ্রিমো মহারাজ অনন্ত রায়ের বয়ানে চাঞ্চল্য। তিনি বলেন, ”চিলারায়ের অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের কমিটমেন্ট আগেই কেন্দ্র করেছে। এখন শুধু দেখার সময়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *