BJP Meeting : কেশপুরে পালটা সভা বিজেপির – bjp arranged meeting after abhishek banerjee in keshpur


এই সময়, মেদিনীপুর: ফের সেয়ানে সেয়ানে টক্কর! কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরে পাল্টা সভা করল বিজেপি (BJP)। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কেশপুরে (Keshpur) বড় মাপের সভা করা হবে বলে রবিবার পিংলায় ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন পিংলার মুন্ডুমারিতে খড়্গপুরের বিধায়ক, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সভা করেন শুভেন্দু। সেই সভা থেকে রাজ্যের মন্ত্রী, তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া এবং পিংলার বিধায়ক, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতিকে (Ajit Maity) আক্রমণ করেন তিনি। মানস ভুঁইয়ার (Manas Bhunia) নাম করে শুভেন্দু বলেন, ‘ওঁর কথা বলবেন না। ও আগেই শেষ হয়ে গিয়েছিল। উপনির্বাচনে অন্তরাদি (বিজেপির অন্তরা ভট্টাচার্য) জিতে যেতেন। আমি এসে ওঁর বৌকে উপনির্বাচনে জিতিয়েছি। ওঁর এনজিওতে কী আছে, আমি সব জানি।’

Abhishek Banerjee : শনিবার কেশপুরে অভিষেকের সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি
বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে তাঁকে দু’বার সিবিআই তলব করেছে বলেও জানান শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘মানস ভুঁইয়ার অবস্থা সেই মঙ্গলকোটের মতো হবে। হাতে জুতো, আর কোঁচা তুলে ছুট!’ তিনি বলেন, ‘ওর সম্পর্কে আমি সব জানি। সঠিক সময়ে সঠিক ওষুধ দেওয়া হবে।’ যদিও শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘শুভেন্দু তো সবাইকে খারাপ লোক বলে। ওর কথার জবাব দেওয়ার মানসিকতা আমার নেই। মেদিনীপুরের মানুষ যাকে যে ভাবে চেনে, সে সেভাবেই কথা বলেছে। রুচি, সংস্কৃতি, রাজনীতির কালচার ওর আছে বলে আমার মনে হয় না।’

Suvendu Adhikari : শুভেন্দুর সভা থেকে ফেরার পথে বাসে ইটবৃষ্টি, নেপথ্যে তৃণমূল?
শুধু শুভেন্দু নয়, এদিনের সভা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতিকেও একহাত নেন শুভেন্দু। তিনি বলেন, ‘এখানকার বিধায়ককে দেখেছেন? সকালে হলুদ পাঞ্জাবি, বিকেলে সবুজ, আর রাতে নীল। যে আমার সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, তাঁর এখন কী অবস্থা!’ পাল্টা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, ‘কেশপুরের পাল্টা সভা আগে করে দেখাক। শুধু বলব, তুমি যারে ফেলো পিছে, সে তোমারে ফেলিছে যে পিছে। কেশপুরের সভা দেখে ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *