Fire Incident : ক্ষীরপাইতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ টি বাড়ি – khirpai municipality fire incident five houses were burnt


Paschim Medinipur : সোমবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার (Khirpai Municipality) এক বস্তিতে। ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। ভোর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কান্নার রোল গোটা বস্তি জুড়ে। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ক্ষীরপাই পুরসভার (Khirpai Municipality) ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় সোমবার ভোর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। বস্তির বাসিন্দারাই প্রথমে আগুন লাগার বৃষ্টি লক্ষ্য করেন। হইচই পড়ে যায় গোটা এলাকায়। আশেপাশে পর্যাপ্ত জলের যোগান না থাকায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘাটাল দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি।

Howrah Fire Incident : ভোর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাগনানের ১৮টি দোকান
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ির। আগুনে পুড়ে গিয়েছে পরিবারের প্রয়োজনীয় নথি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এসে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করে। হালদার দিঘি বস্তিতে বেশ কিছুদিন ধরে ১৫ টির মতো পরিবার বসবাস করছিল। হঠাৎ করে সোমবার ভোররাতে সেই বস্তিতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। তবে আগুন লাগার সঠিক কারণ নির্দিষ্ট করে জানায়নি দমকল। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পুরসভা।

Paschim Medinipur : গভীর রাতে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক লাখ টাকার সম্পত্তি
বস্তির এক বাসিন্দা রজিনা বিবি বলেন, “আমরা শুয়ে ছিলাম। হঠাৎ করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সবকিছু পুড়ে গিয়েছে। রাত তিনটের সময় আগুন লেগেছে।” স্থানীয় আরেক বাসিন্দা শেখ সাহাবুদ্দিন জানান, “আমরা ঘুমিয়ে ছিলাম। চিৎকার শুনে বুঝি আগুন লেগেছে। তার পর গরু-ছাগল সরিয়ে বাড়ি থেকে গ্যাস বের করে দিই। আমাদের সব শেষ হয়ে গেল। আমরা এখন কী করব জানি না ?” দমকলের তরফে জানানো হয়েছে, আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনও মানুষ বা গবাদি পশু মারা যায়নি। তবে বাড়ির ক্ষতি হয়েছে। আগুন কেন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *