স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি আংশিক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ির। আগুনে পুড়ে গিয়েছে পরিবারের প্রয়োজনীয় নথি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এসে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করে। হালদার দিঘি বস্তিতে বেশ কিছুদিন ধরে ১৫ টির মতো পরিবার বসবাস করছিল। হঠাৎ করে সোমবার ভোররাতে সেই বস্তিতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। তবে আগুন লাগার সঠিক কারণ নির্দিষ্ট করে জানায়নি দমকল। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পুরসভা।
বস্তির এক বাসিন্দা রজিনা বিবি বলেন, “আমরা শুয়ে ছিলাম। হঠাৎ করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সবকিছু পুড়ে গিয়েছে। রাত তিনটের সময় আগুন লেগেছে।” স্থানীয় আরেক বাসিন্দা শেখ সাহাবুদ্দিন জানান, “আমরা ঘুমিয়ে ছিলাম। চিৎকার শুনে বুঝি আগুন লেগেছে। তার পর গরু-ছাগল সরিয়ে বাড়ি থেকে গ্যাস বের করে দিই। আমাদের সব শেষ হয়ে গেল। আমরা এখন কী করব জানি না ?” দমকলের তরফে জানানো হয়েছে, আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনও মানুষ বা গবাদি পশু মারা যায়নি। তবে বাড়ির ক্ষতি হয়েছে। আগুন কেন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।