এদিন সভাস্থল থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে লালঝান্ডা উত্তোলনের ডাক দেন। পাশাপাশি কেন্দ্রীয় একাধিক নীতি গ্যাস পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এদিনের সভায় তৃণমূলের (Trinamool Congress) বহু সমর্থক বামফ্রন্টে (Left Front) যোগদান করেন। যা এতদিন রাজ্য রাজনীতিতে দূরবীন দিয়ে খুঁজলেও দেখা যায়নি। এই বিষয়ে মীনাক্ষী বলেন, “তৃণমূলের দুর্নীতি অপশাসনে রাজ্যের মানুষ ক্লান্ত, বিরক্ত। তাই মানুষ আবার বামফ্রন্টকেই (Left Front) ফিরিয়ে আনতে চাইছেন”। এদিন তিনি মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগেন। তিনি বলেন, “মোদীর কাছে আদানি এখন নরম মাল, পুরনো। দিদির সঙ্গে আদানিদের যোগসাজস রয়েছে। এই দুই দল থেকেই দূরে থাকুন”।
তাঁর কটাক্ষ, “BJP ও তৃণমূল (Trinamool Congress) পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে।” একইসঙ্গে, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়ে তোপ দেগেছেন মীনাক্ষী। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে দলের কর্মীদের আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন মীনাক্ষী। মীনাক্ষী বলেন, “রাজ্যে কোথাও কাজ নেই। বালি, মাটি সব চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আর যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও ভয়ের মধ্যে রয়েছেন। সরকার বেকারদের আশা ভরসা সব ভেঙে দিয়েছে।” মীনাক্ষী আরও বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামে নিজেদের কোমর শক্ত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়তে হবে। আরও বেশি কর্মীদের নিযুক্ত করতে হবে, যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন।”