Minakshi Mukherjee : মীনাক্ষীর হাত ধরে উলটপুরান! মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে সিপিএমে – tmc members join left front in front of minakshi mukherjee at murshidabad meeting


Murshidabad News : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধী দলগুলির একের পর এক নেতা কর্মী বিধায়ক সাংসদকে ঘাসফুল শিবিরে যোগ দিতে দেখা গিয়েছে। মাঝে মধ্যে কিছু তৃণমূল (Trinamool Congress) কর্মী দল ছেড়ে BJP-তে যোগ দিলেও তা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন। কিন্তু ঘাসফুল ছেড়ে সোজাসুজি কাস্তে হাতুরিতে যোগ! রাজ্য রাজনীতিতে বহুদিন দেখা যায়নি এই চিত্র। এদিন মুর্শিদাবাদে (Murshidabad) এমন কাজই করে দেখালেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার বড়ঞা থানার ডাকবাংলা গোরুর হাটে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সভায় জনজোয়ার উপচে পড়ল। আবাস যোজনার দুর্নীতির ও সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনের দাবিসহ নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গর্জে ওঠেন বাম নেত্রী। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা তিনটের সময় ডাকবাংলা গোরুর হাট ময়দানে জনসভায় উপস্থিত হন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।

Minakshi Mukherjee : ‘একশো দিনের কাজের বকেয়া পাচ্ছেন না! সিপটি মারুন’, তোপ মীনাক্ষীর
এদিন সভাস্থল থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে লালঝান্ডা উত্তোলনের ডাক দেন। পাশাপাশি কেন্দ্রীয় একাধিক নীতি গ্যাস পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এদিনের সভায় তৃণমূলের (Trinamool Congress) বহু সমর্থক বামফ্রন্টে (Left Front) যোগদান করেন। যা এতদিন রাজ্য রাজনীতিতে দূরবীন দিয়ে খুঁজলেও দেখা যায়নি। এই বিষয়ে মীনাক্ষী বলেন, “তৃণমূলের দুর্নীতি অপশাসনে রাজ্যের মানুষ ক্লান্ত, বিরক্ত। তাই মানুষ আবার বামফ্রন্টকেই (Left Front) ফিরিয়ে আনতে চাইছেন”। এদিন তিনি মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগেন। তিনি বলেন, “মোদীর কাছে আদানি এখন নরম মাল, পুরনো। দিদির সঙ্গে আদানিদের যোগসাজস রয়েছে। এই দুই দল থেকেই দূরে থাকুন”।

Minakshi Mukherjee : ‘সব ঘোমটা খুলে যাচ্ছে…’, তৃণমূলকে আক্রমণ মীনাক্ষীর
তাঁর কটাক্ষ, “BJP ও তৃণমূল (Trinamool Congress) পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে।” একইসঙ্গে, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়ে তোপ দেগেছেন মীনাক্ষী। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে দলের কর্মীদের আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন মীনাক্ষী। মীনাক্ষী বলেন, “রাজ্যে কোথাও কাজ নেই। বালি, মাটি সব চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আর যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও ভয়ের মধ্যে রয়েছেন। সরকার বেকারদের আশা ভরসা সব ভেঙে দিয়েছে।” মীনাক্ষী আরও বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামে নিজেদের কোমর শক্ত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়তে হবে। আরও বেশি কর্মীদের নিযুক্ত করতে হবে, যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *