Paresh Rawal : ‘মাছে ভাতে বাঙালি’ মন্তব্যে বিতর্কের অবসান, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা খারিজ – paresh rawal bengali cooking fish remark calcutta high court dismissed case


‘মাছে ভাতে বাঙালি’-কে নিয়ে মন্তব্য করে বিতর্কে ফেঁসেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal Cooking Fish Remark)। অবশেষে তাঁকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল আদালত। কলকাতা পুলিশের তালতলা থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। সেই মামলায় তাঁকে তালতলা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সোমবার সেই মামলা খারিজ করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর মন্তব্য, “গুজরাটি ভাষায় মন্তব্য করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তারপরে তিনি টুইট করে ক্ষমাও চেয়ে নেন। তুলনায় তালতলা থানায় অভিযোগকারীর বিষয়টি নিয়ে সিরিয়াসনেস কতটা, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।” উল্লেখ্য, গত শুনানিতে থানায় অভিযোগকরি CPIM নেতা মহম্মদ সেলিমের আইনজীবীকে গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে এই অভিযোগ জিইয়ে রাখার দরকার আছে কি না, জানতে চাওয়া হয়েছিল। এদিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভালো বুঝবে সেটা করা হোক। তারপরেই আদালত ওই FIR খারিজ করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

Paresh Rawal : কলকাতা পুলিশের হাজিরার নোটিস চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ পরেশ রাওয়াল
কী মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল?

বাঙালির মাছ ভাত খাওয়ার অভ্যাস নিয়ে একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। ২০২২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে BJP-র হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু, যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই চরম ক্ষোভ জন্মায় বাঙালিদের মধ্যে। অসন্তোষ তৈরি হয় পরেশ রাওয়ালের এই মন্তব্য ঘিরে। গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে।

পরেশ রাওয়ালের বিরুদ্ধে FIR

বাঙালি বিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে অভিনেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal Bengali Fish Remark) বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। তালতলা থানায় এই DIR দায়ের করেছিলেন তিনি। দায়ের করা FIR-এর ভিত্তিতে থানায় তাঁকে হাজিরার নোটিসও পাঠায় হয়েছিল। প্রথমটায় হাজিরা এড়িয়েছিলেন ‘হেরা ফেরি’ খ্যাত অভিনেতা। পরবর্তী তিনি কলকাতা পুলিশের হাজিরার নোটিস চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শত্রুতা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান করা, জনসমক্ষে বিদ্রুপ করার মতো একাধিক ধারায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। গত ১২ ডিসেম্বর পরেশ রাওয়ালের বিরুদ্ধে সমন জারি করেছিল লালবাজার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *