Raiganj : রায়গঞ্জ শহরের যানজট সমস্যা মেটাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে পুরসভা ও প্রশাসন। এই নিয়ে সম্মিলিত বৈঠকও হয়। শহরের এই স্থায়ী সমস্যা সমাধানের জন্য মাষ্টারপ্ল্যান কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে শহরের যানজট রুখতে স্টেশন রোড দখল করে বসা বাজার তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি পুরসভা ও প্রশাসনের নির্দেশে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু হয়েছে শহর রায়গঞ্জে। যেখানে ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড়ের দিকে যাতায়াতকারী টোটো কিংবা ছোট গাড়ি গুলিকে লেভেল ক্রসিং পার হওয়ার পর স্টেশন রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্টেশন রোড ধরে থানা রোড হয়ে বকুলতলা মোড় হয়ে বিদ্রোহী মোড় বা ওই সংলগ্ন এলাকায় পৌঁছনোর নিয়ম কার্যকর হয়েছে। এদিকে দিনভর স্টেশন রোড দখল করে বাজার বসায় ওই রাস্তায় প্রবল যানজট তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেম। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য এর আগেও রেলের কাছে আবেদন জানানোও হয়েছিল পুরসভার পক্ষ থেকে। কিন্তু তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যায় নি। যার ফলে আগামী শনিবার থেকে স্টেশন রোডে বাজার বসায় নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেন মহকুমাশাসক কিংশুক মাইতি।
Raigunge News: রায়গঞ্জ স্টেশন রোডের ধারে বাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের, চিন্তায় ব্যবসায়ীরা
এদিকে প্রশাসন ও পুরসভার এই সিদ্ধান্তের জেরে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রায় ৩০০ ব্যবসায়ী এখানে রোজ দোকানের পসরা নিয়ে বসেন। ডালিম গাঁ, বাঙ্গালবাড়ি, রাধিকাপুর সহ প্রত্যন্ত এলাকা থেকে সবজি ও মাছ-মাংস ব্যবসায়ীরা এখানে রুজি-রুটির উদ্দেশ্যে আসেন। বাজার তুলে দিলে কর্মহীন হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাই বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়েছেন তারা।
Siliguri News: শিলিগুড়ি পুরসভায় তৃণমূলের এক বছর, বই প্রকাশ করে সাফল্য-ব্যর্থতা তুলে ধরবেন মেয়র
অন্যদিকে, বাজারে আসা সাধারন ক্রেতাদের কাছ থেকে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের বক্তব্য, সুবিধে-অসুবিধে দুটোই রয়েছে। স্টেশন রোডে বাজার থাকায় যেমন সংলগ্ন এলাকার মানুষ বাড়ির কাছেই কেনাকাটি করতে পারছেন। অন্যদিকে, যানজটও বেশ বড় আকার নিচ্ছে। তাই বিকল্প ব্যবস্থার দাবী জানিয়েছেন তারাও। স্থানীয় ক্রেতা অভিজিৎ সামন্ত বলেন, ‘এখানে বাজার বসার কারণে যান চলাচলে সমস্যা হয় ও যানজট বসে। কিন্তু এটাও মানতে হবে এখানের এই বাজারের সঙ্গে অনেকের রুটিরুজি জড়িত। সেই কারণে প্রশাসনে উচিত সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করাও দরকার।’