সায়নী ঘোষ এবার মানহানিকর মন্তব্যের অভিযোগে সৌমিত্র খাঁ-কে আইনি চিঠি দিলেন।
হাইলাইটস
- বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আইনি চিঠি দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ।
- নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের নাম টেনে সায়নীর বিরুদ্ধে বিষ্ণুপুরের সাংসদ মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।
- এই আইনি চিঠিতে সৌমিত্রকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
রবিবার সামাজিক মাধ্যমে এই আইনি চিঠি আপলোড করে সায়নী বলেন, ‘প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা না হলে ফৌজদারি ও মানহানির মামলা দায়ের করা হবে।’ বৈদ্যুতিন মাধ্যমে সৌমিত্র এই মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। যদিও আইনি চিঠি দিয়ে সৌমিত্র কোনও প্রতিক্রিয়া এ দিন পাওয়া যায়নি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ