Saayoni Ghosh Soumitra Khan : সৌমিত্র খাঁকে আইনি চিঠি সায়নীর – saayoni ghosh has sent a legal letter to soumitra khan for defamatory comments


সায়নী ঘোষ এবার মানহানিকর মন্তব্যের অভিযোগে সৌমিত্র খাঁ-কে আইনি চিঠি দিলেন।

 

Saayoni ghosh Soumitra khan
সৌমিত্র খাঁকে আইনি চিঠি সায়নীর(সৌজন্যে-facebook@saayonighosh

হাইলাইটস

  • বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আইনি চিঠি দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ।
  • নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের নাম টেনে সায়নীর বিরুদ্ধে বিষ্ণুপুরের সাংসদ মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।
  • এই আইনি চিঠিতে সৌমিত্রকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
এই সময়: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আইনি চিঠি দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের নাম টেনে সায়নীর বিরুদ্ধে বিষ্ণুপুরের সাংসদ মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই আইনি চিঠিতে সৌমিত্রকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।

Soumitra Khan On Saayoni Ghosh : ‘সায়নীর সম্পর্ক ছিল কিনা…’, যুব তৃণমূলের সভানেত্রীকে নিয়ে কুরুচিকর ইঙ্গিত সৌমিত্রর
রবিবার সামাজিক মাধ্যমে এই আইনি চিঠি আপলোড করে সায়নী বলেন, ‘প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা না হলে ফৌজদারি ও মানহানির মামলা দায়ের করা হবে।’ বৈদ্যুতিন মাধ্যমে সৌমিত্র এই মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। যদিও আইনি চিঠি দিয়ে সৌমিত্র কোনও প্রতিক্রিয়া এ দিন পাওয়া যায়নি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *