Siliguri Accident : শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, লরির সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুল্যান্সের! মৃত ৩ – ambulance and truck fatal clash in siliguri three people lost life


West Bengal Local News: শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেম দুইজন। রবিবার গভীর রাতে ফুলবাড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। ময়নাগুড়ি থেকে আসছিল অ্যাম্বুলেন্সটি। ফুলবাড়ির আমাইদিঘীর কাছে একটি ট্রাকে ধাক্কা মেরে বেশ কয়েকবার পালটি খায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন আরও দুইজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বাপন ঘোষ, প্রশান্ত রায় ও ঋতু সাহা। দুর্ঘটনার সময়ে রোগীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আসছিল অ্যাম্বুলেন্সটি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহগুলিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গভীর রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Debra Bus Accident : ডেবরায় ভয়াবহ দুর্ঘটনা, ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে খালে যাত্রীবাহী বাস
জানা গিয়েছে, মুক্তি সাহা নামে ময়নাগুড়ির বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হন। রবিবার গভীররাতে তাঁকে ময়নাগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। ফুলবাড়ির কাছে ট্রাকের সঙ্গে মারাত্মক ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। মারা যান মুক্তি সাহার স্ত্রী ঋতু সাহা। গাড়ি চালক প্রশান্ত রায়ও মারা যান ঘটনাস্থলে। পুলিশের তরফে দুর্ঘটনাগ্রস্থ লরি ও অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে নিউ জলপাগুড়ি থানায় রয়েছে। মৃতের পরিবারের সদস্য বিশু সাহা এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘রাতে আমার দাদাকে হাসপাতালে নিয়ে যাওযার সময় ফুলবাড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছিল। ঘটনাস্থালে তিনজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।’

Road Accident: মধ্যরাতে বারাসত চাঁপাডালি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২
অন্যদিকে সোমবরা শিলিগুড়িতে আরও একটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাটিগাড়া ও সিটি সেন্টারের মাঝামাঝি চামটা রেল সেতুর কাছে একটি ওয়েল ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে উলটে যায় একটি যাত্রীবোঝাই বাস। বাসটি নকশালবাড়ির দিকে যাচ্ছিল। ওয়েল ট্যাঙ্কারটিও নয়ানজুলিতে উলটে গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই দুর্ঘটনা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাস উলটে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ এখানে যান চলাচল বন্ধ ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *