Suvendu Adhikari : শুভেন্দুর সভা থেকে ফেরার পথে বাসে ইটবৃষ্টি, নেপথ্যে তৃণমূল? – suvendu adhikari pingla meeting allegedly bricks pelted on bjp workers bus


Pingla Meeting : পিংলায় শুভেন্দু অধিকারীর সভা ছেড়ে ফেরার পথে হামলার মুখে বিজেপি কর্মী, সমর্থকদের বাস। চরম উত্তেজনা ঘাটাল (Ghatal) দাসপুর রাজ্য সড়কের (Daspur State Highway) নিমতলা এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে আহত হয় বাসের চালক। স্থানীয় তৃণমূল কর্মীরা (TMC) তাঁদের যাত্রাপথে আক্রমণ ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আক্রমণের প্রতিবাদে বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটাল থেকে বেশ কিছু কর্মী সমর্থক বাসে করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যোগ দিতে যায়। সভা সেড়ে বাড়ি ফেরার পথে দাসপুরের নিমতলার কাছে হঠাৎই ইট দিয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় বিজেপি সমর্থকদের বাসে। ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও ইটের আঘাতে চোট পায় বাসের চালক।

Suvendu Adhikari : ‘তুমি কে হরিদাস পাল, আমাদের প্রার্থী ঠিক করে দেবে…!’ পিংলায় অভিষেককে পালটা জবাব শুভেন্দুর
চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকেরা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনওক্রমে বিজেপি কর্মীদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশকর্মীরা। কারা হামলায় চালালো তা খতিয়ে দিচ্ছে পুলিশ। গোটা ঘটনা সম্পর্কে বিজেপি বিধায়ক শীতল কপাটের কথায়, “আজ শুভেন্দু অধিকারীর পিংলায় জনসভা ছিল। সেখানে আমাদের বিজেপি কর্মীরা ছিলেন। একাধিক বাসে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে নিমতলা পার করে ঘাটাল সীমানায় ঢোকার সময় কিছু দুষ্কৃতী বাসের উপর হামলা করে। বাস ভাঙচুর করে। আমাদের বাসের চালককে মারা হয়। সে সময় আমাদের কর্মীরা পাল্টা রুখে দাঁড়ান। রাস্তায় নেমে অবরোধ করেন।” যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি বলেন, “তৃণমূল এই ঘটনায় জড়িত নয়। বিজেপি নাটক করছে।”

Abhishek Banerjee : শনিবার কেশপুরে অভিষেকের সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি
প্রসঙ্গত, গত শনিবার পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) কেশপুরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেশপুরের সভাকে এখনও পর্যন্ত তাঁর জীবনের শ্রেষ্ঠ সভাও বলেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পঞ্চায়েত ভোটের আবহে ‘রাম-বাম’ জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন এই সভা থেকেই। মনোনয়ন জমা দিতে কোনও সমস্যা হলে বিরোধীদের ‘পাশে দাঁড়ানোর’ বার্তাও দিয়েছিলেন তাঁর বক্তৃতায়। তার ঠিক একদিনের মাথায় সেই পশ্চিম মেদিনীপুরেই পিংলায় সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তাঁর সভা ছিল পিংলার মুন্ডুমারি এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *