Udayan Guha : ‘একের পর এক উইকেট পড়বে…’, সুমন কাঞ্জিলাল প্রসঙ্গ টেনে মন্তব্য উদয়নের – west bengal minister udayan guha says more bjp mla will going to join trinamool congress


West Bengal Local News: রবিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন, তাঁর আগে বিজেপি বিধায়কের শাসকদলে যোগদান গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলে দিয়েছে। এখন একের পর এক উইকেট পড়বে।’ উদয়নের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এতে আগামী দিনে আরও বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদানের জল্পনা জোরাল হলে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Suman Kanjilaal: পঞ্চায়েত ভোটের আগে পদ্ম শিবিরে ফের ভাঙন, তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ‘অনেক বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। গতকাল সুমনও তৃণমূলে যোগ দিয়েছেন। এরকম হচ্ছে এবং আগামী দিনে আরও হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন দরজা খুলে দিলে ওপাশটা খালি হয়ে যাবে। তার নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন। এক একদিন এক একটা উইকেট পড়বে। কখন কোথায় পড়বে তা বলা মুশকিল সুমনরা দেখিয়ে দিয়েছন, বিজেপিতে ভদ্রলোক থাকতে পারে না। সেই কারণে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সুমন। আমার ওঁকে স্বাগত জানাই। আগামী দিনকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।’

Suvendu Adhikari: তৃণমূলে যোগ দিয়েও হাতে পতাকা তোলেননি সুমন! কটাক্ষ শুভেন্দুর, পালটা কুণাল
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সৌরভ চক্রবর্তীকে হারিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক হন সুমন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার সঙ্গে মতানৈক্যের কারণে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুমনের দলত্যাগ নিয়ে ঝাঁঝাল আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সুমন কাঞ্জিলালকে আলিপুরদুয়ারের মানুষের কাছে জবাব দিতে হবে। তিনি সেখানকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’ তৃণমূলের পতাকা তুলে না নেওয়ার কারণে তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু। উল্লেখ্যে, ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূল ছেড়ে বিজপিতে যোগদান করেছেন। ষষ্ঠ গেরুয়া বিধায়ক হিসেবে তৃণমূলে যোগদান করলেন পেশায় সাংবাদিক সুমন। আগামী দিনে দলবদল নিয়ে বিজেপি কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed