West Bengal DA News : ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ, বকেয়া DA-র দাবিতে সোমবার ফের কর্মবিরতির ডাক – west bengal govt employees call total strike on 13 february monday in demand of due da


বকেয়া DA-র দাবিতে আরও চড়ছে সুর। এবার সপ্তাহের প্রথম দিন পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা করল সরকারি কর্মচারি এবং পেনশনারদের ৩৩টি সংগঠনের একটি যৌথ সংগ্রামী মঞ্চ। জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি, সোমবার দিনভর সরকারি দফতর, স্কুল-কলেজ, হাসপাতাল বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হবেন তাঁরা। এখানেই শেষ নয়, আগামী দু’দিনের মধ্যে প্রশাসনের তরফে কোনও জবাব না মিললে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য় সরকারি কর্মচারিরা। সপ্তাহব্যাপী একগুচ্ছ কর্মসূচির ডাক দিয়েছে এই যৌথ সংগ্রামী মঞ্চ।

West Bengal Govt DA : ‘সরকারের সঙ্গে যুদ্ধে যেতে চাই না কিন্তু…’, বকেয়া DA-র দাবিতে চলছে অনশন
একগুচ্ছ কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের

রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনারদের ৩৩টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী বলেন, “আমরা আগামী ১৩ ফ্রেব্রুয়ারি রাজ্যজুড়ে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছি। সমস্ত রকমের জরুরি পরিষেবা চালু রেখেই কর্মবিরতি পালন করা হবে রাজ্যের সমস্ত সরকারি দফতর, হাসপাতাল, স্কুল-কলেজে।” একইসঙ্গে ৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারিদের এই আন্দোলনে যোগ দেবেন চাকরির দাবিতে পথে নামা সমস্ত সংগঠনের প্রার্থীরা। জানা গিয়েছে, শহিদ মিনার চত্বরে সরকারি কর্মচারি এবং পেনশনারদের মঞ্চে উপস্থিত থাকবেন চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে কিঙ্কর অধিকারী বলেন, “আমরা চাকরিপ্রার্থীদের আহ্বান জানিয়েছি। তাঁরাও দীর্ঘদিন ধরে ন্যয্য দাবি নিয়ে আন্দোলন করছে। যৌথভাবে আমরা প্রতিবাদ জানাব। কালো ব্যাজ পরে তাঁরাও আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হবে।” এখানেই শেষ নয়, ৮ ফেব্রুয়ারি একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। কিঙ্কর অধিকারীর কথায়, “আমরা প্রশাসনকে দু’দিন সময় দিচ্ছি। এর মধ্যে কোনও জবাব না এলে আমরা বড় কর্মসূচির ঘোষণা করব।” এছাড়াও আগামী ১০ ফেব্রুয়ারি, শুক্রবার নাগরিক কনভেনশন রয়েছে। জানা গিয়েছে, সরকারি কর্মচারি এবং পেনশনারদের এই ন্যয্য দাবির মঞ্চে সামিল হবেন কৌশিক সেন, মীরাতুন নাহার সহ নাগরিক সমাজের একাধিক প্রতিনিধি। যদিও কোনওরকম রাজনৈতিক ব্যানার চাইছে না যৌথ সংগ্রামী মঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *