Wipro Fire : উইপ্রোর নির্মীয়মাণ ক্যাম্পাসে ৫ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, হিমশিম দমকলের – fire break out in wipro second campus at new town fire brigade reaches to the spot


West Bengal Local News: নিউটাউনে অগ্নিকাণ্ডের (New town Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে সোমবার রাজারহাট নিউটাউনের উইপ্রোর নির্মীয়মাণ ক্যাম্পাসের ফাঁকা জমিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে টাকা পাঁচ ঘণ্টা ধরে আগুন জ্বলছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উইপ্রোর নির্মীয়মাণ ক্যাম্পাসের ফাঁকা জমিতে অনেক সময়ই খড়কুটো জ্বালানো হয়। সেখান থেকেই এই আগুন লেগেছে বলে প্রামমিকভাবে অনুমান দমকলের। গত বছর দুর্গাপুজোর আগে ভিত পুজোর মাধ্যমে উইপ্রোর এই নতুন ক্যাম্পাসের কাজ শুরু হয়েছিল। উপস্থিত ছিলেন তৎকালীন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। ২০০৯ সালে বাম আমলে নিউটাউনে অ্যাকশ এরিয়া ৩-এ কাঁঠালবেড়িয়া এলাকাতে উইপ্রোকে ৫০ একর জমি দেওয়া হয়েছিল। সেইখানে উইপ্রোর ক্যাম্পাসের কাজ শেষ হলে অনেকেরই কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। সেখানে আজ আগুন লাগায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Kolkata Exide Fire : এক্সাইড মোড়ে বিধ্বংসী আগুন, জ্বলন্ত টায়ারের শোরুমে আটকে প্রৌঢ় সহ ৩
স্থানীয় গাড়ি চালক বিমল রায় বলেন, ‘জমিতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের তরফে দমকলকে খবর দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর দমকলের তিনটি ইঞ্জিন এখানে আসে। তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। কীভাবে আগুন লাগল আমরা তা এখনও বুঝে উঠতে পারছি না।’

Fire Accident : তপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন
সোমবার খাস কলকাতার বুকে আরও এক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন সকালে রবীন্দ্র সদনের (Rabindra Sadan) এক্সাইড মোড়ে আগুন লাগে। অফিস টাইমে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় একটি টায়ারের দোকানে সকাল ১০টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন নেভানোর ক্ষেত্রে দমকলকর্মীদের সমস্যা হচ্ছিল। পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে যখন জানা যায় ওই টায়ারের শোরুমের মধ্যে এক প্রৌঢ় সহ তিনজন ব্যক্তি আটকে পড়েন। ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। কাচ ভেঙে ভিতরে ঢুকে তাদের সেখান থেকে উদ্ধার করে দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের DG এবং স্থানীয় কাউন্সিলর। স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ডিজি থেকে স্থানীয় কাউন্সিলর, সকলেই দমকলকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে দমকলের তৎপরতার কারণে বড়ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *