Youtuber Riya Kumari Murder Case : ইশার সম্পত্তি হাতিয়ে নিয়ে খুনের ছক! প্রকাশের চাঞ্চল্যকর ‘প্ল্যান’ জানাল হাওড়া পুলিশ – howrah police super swati bhangalia describes all about youtuber isha aliya murder case


West Bengal News: ঝাড়খণ্ডের অভিনেত্রী তথা ইউটিউবার ইশা আলিয়া খুনের (Isha Aliya Murder Case) ঘটনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। তিনি জানিয়েছেন, স্ত্রী ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে এই সন্দেহ থেকে তাঁকে খুন করা হয়েছে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে ছিনতাইয়ের নাটক ফেঁদে ছিল প্রকাশ। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার জানান প্রায় মাস ১০ আগেই ইশাকে খুনের পরিকল্পনা করে প্রকাশ। আগ্নেয়াস্ত্র কেনার জন্য মোহিতের সঙ্গে যোগাযোগ করে। মোহিত প্রকাশকে সন্দীপ সিং এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। এরপর গত এপ্রিল মাসে ৮ হাজার টাকার বিনিময়ে সন্দীপের কাছ থেকে একটি ওয়ান শাটার কেনে প্রকাশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, ‘আগ্নেয়াস্ত্র জোগাড়ের জন্য মোহিতের থেকে সাহায্য নিয়েছিল। গাড়ি থেকে কোনও নগদ টাকা উদ্ধার করা হয়নি। প্রকাশও জেরা মুখে সেই কথা জানিয়েছেন। ৩১ ডিসেম্বর রিয়ার বেশ কিছু অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের পোশাক কেনার নাম করে রিয়াকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় প্রকাশ। খুনের উদ্দেশ্যেই সে এই পরিকল্পনা করেছিল। সে নিজেই গুলি চালায়।’

Youtuber Riya Kumari Murder Case: টাকা নিয়ে আগ্নেয়াস্ত্র জোগান, হাওড়ায় ইউটিউবার খুনে রাঁচি থেকে গ্রেফতার যুবক
পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে ইশাকে খুনের পরিকল্পনা করেছিল প্রকাশ। সেই কারণে ইশার নামে থাকা ফ্ল্যাট, বিউটি পার্লার, গাড়ি সব নিজের নামে করে নেয় প্রকাশ। খুনের একমাসের বেশি সময় পর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। সেই প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘আমাদের কাছে সূত্র মারফত খবর ছিল। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার সময় অস্ত্রটি খুঁজে পাওয়া যায়। ওয়ান শাটার গুলির খোল বন্দুকের মধ্যেই থাকে। গাড়িতে কোনও গুলির খোল পাওয়া যায়নি। ঘুমন্ত অবস্থায় রিয়াকে গুলি করে খুন করা হয়। আগ্নেয়াস্ত্রটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’

Youtuber Riya Kumari Murder Case : দফায় দফায় তল্লাশি, দেড় মাস পর উদ্ধার ইশা আলিয়া খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-গুলির খোল
বাগনানের চন্দ্রপুরে জাতীয় সড়কে ২০২২ সালের ২৮ ডিসেম্বরর খুন করা হয় ঝাড়খণ্ডের অভিনেত্রীকে ইশা আলিয়াকে। তাঁর স্বামী প্রকাশ আলবেলা দাবি করেছিলেন যে ছিনতাই উদ্দেশে তাঁর স্ত্রীকে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার সময় তিনি প্রস্রাব করছিলেন বলে জানিয়ে ছিল প্রকাশ। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বক্তব্য অসঙ্গতি মেলে। ইশা আলিকয়ার পরিবারের তরফে প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *