দুয়ারে এবার এসএসকেএম-র চিকিৎসকরা… Medical team send to West Midnapors Keshiary from SSKM


মৈত্রেয়ী ভট্টাচার্য: দুয়ারে এবার এসএসকেএম! পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি গেলেন ৪০ জন চিকিৎসক। কেন? ২ ধরে চলবে ক্যাম্প। এরপর ক্যাম্প হবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকী সুন্দরবনেও।

জুনিয়র ডাক্তারদের জেলায় গিয়ে ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কবে? ১৬ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘পিজির জুনিয়র ডাক্তাররা, খুব বেশি নয়, একটি টিম পাঠান রোটেশন অনুযায়ী। ৩-৪ দিন একটা প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করে পরিষেবা দিয়ে আসবে। তাহলে কি হয়, তাঁদের একটা বাইরে যাওয়ার সুযোগ হয়। বাইরে দেখার সুযোগ। এরজন্য সে আলাদা করে সুযোগ-সুবিধা পাবে’।

ক্যাম্পে ঠিক কী ধরণের চিকিৎসা হবে? এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘৪০ জনের মতো যাচ্ছেন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে। পরবর্তীকালে অন্যন্য জেলায়ও যাবে। আউটডোরভিত্তিক চিকিৎসা করা হবে। যদি কাউকে ভর্তি করার প্রয়োজন হয়, তাহলে জেলা হাসপাতাল বা ওখানকার মেডিক্য়াল কলেজে পাঠানো হবে। আমাদের চিকিৎসকরা বলে দেবেন, কী চিকিৎসা হবে’।

আরও পড়ুন: New Garia-Airport Metro: দক্ষিণেশ্বর থেকে এবার মেট্রোয় রুবি! চালু হচ্ছে পরিষেবা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *