Aroop Biswas : ‘সাজানো মঞ্চে নাটক…’, কুমারগঞ্জে ‘দিদির দূত’ অরূপ বিশ্বাসের সফরকে কটাক্ষ বিজেপির – west bengal aroop biswas campaigned didir doot bjp criticised


Minister Aroop Biswas : সাধারণ মানুষের অভাব অভিযোগের খোঁজ খবর নিতে ‘দিদির দূত’ হিসেবে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলায় হাজির হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj Block) বটুন অঞ্চলে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির প্রচার অভিযান করেন তিনি। বটুন গ্রাম বিজেপির ‘শক্ত ঘাঁটি’ বলেই পরিচিত। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের এই ভ্রমণকে সাজানো মঞ্চে ‘নাটক’ বলে কটাক্ষ করেন। সোমবার সকাল থেকে বটুন গ্রাম পঞ্চায়েত এলাকায় অরূপ বিশ্বাস ‘দিদির দূত’ হিসেবে ঘুরে বেড়ালেও সাধারণ মানুষের সঙ্গে সেভাবে কথা বলেননি বলেই দাবি বিজেপির জেলা সভাপতির। সোমবার কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলে ‘দিদির দূত’ হিসেবে পরিদর্শনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির পরিচালিত বটুন গ্রাম পঞ্চায়েতে অরূপ বিশ্বাসের এই সফরকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। অধিকাংশ গ্রামেই আগে থেকেই কিছু মানুষকে জড়ো করে রেখে ভিড় করা হয়েছে এবং চেয়ার টেবিল রাখা হয়েছিল বসার জন্য বলে দাবি বিজেপির, যেখানে বসে মন্ত্রী শুধুমাত্র নিজে বক্তব্য রেখেছেন। সেইভাবে কারও কথা শোনেননি বলেই অভিযোগ। সবটাই সাজানো মঞ্চ ছিল বলে অভিযোগ বিজেপির।

Didir Suraksha Kavach : বদলে যাচ্ছে ‘দিদির দূত’! সমস্যার কথা জানতে বাড়ি বাড়ি অরাজনৈতিক ব্যক্তিরা
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের জেলা সফরকে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি জানান, বিজেপি অধ্যুষিত গ্রাম বলে নানা ভাবে উন্নয়ন আটকানোর চেষ্টা করা হলেও বটুন গ্রাম পঞ্চায়েতে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই এই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সাহস তৃণমূল নেতা-মন্ত্রীদের নেই। কারণ মানুষের সামনে গেলে মানুষ সত্যিটা জানতে চাইবে। তখনই সত্যিটা ফাঁস হয়ে যাবে। অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, “গ্রামাঞ্চলে অভাবনীয় পরিবর্তন হয়েছে। আর যা কিছু উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণেই। এখানে বিজেপির কোনও কৃতিত্ব নেই। বিজেপির গ্রাম পঞ্চায়েত হলেও কাজ তো করছেন মুখ্যমন্ত্রীর সরকার। একের পর এক গ্রামে যাচ্ছি মানুষের মুখে শুধুই হাসি দেখছি। সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন।”

Trinamool Congress : ‘তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে…’, সুকান্তকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
বিজেপির শক্ত ঘাঁটি বটুন এলাকায় অরূপ বিশ্বাসের আজকের সারাদিন কর্মসূচির পর বিজেপির সাংগঠনিক প্রভাব কতটা কমবে বা বাড়বে তা বলা সময়সাপেক্ষ। কিন্তু বিজেপি অরূপ বিশ্বাসের এই সফরকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *