Arpita Mukherjee News : স্ত্রীরোগে আক্রান্ত? বিচারকের সামনে হাউ হাউ করে কান্না অর্পিতার – arpita mukherjee says she is not well at bankshall court kolkata


নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে চাপানউতোর কমছে না। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেফতারির পর ফের একবার শিরোনামে নিয়োগ নিয়ে অনিয়ম। এরইমধ্যে SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম দুই অভিযুক্ত রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) মঙ্গলবার আদালতে জানালেন তাঁরা অসুস্থ। এদিন ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন অর্পিতা। তিনি শুনানি চলাকালীন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁর শরীরে বাসা বেঁধেছে রোগ।

ঠিক কী হয়েছে অর্পিতার?
তিনি শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন। তাঁর আইনজীবী এদিন আদালতে জানান, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায় বলেন, “আমি অসুস্থ। কোনও রাজনীতির সঙ্গে যুক্ত আমি নই। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।” বিচারক অসুস্থতার খবর শুনে জানান, জেল কর্তৃপক্ষকে তিনি উপযুক্ত চিকিৎসার প্রদানের কথা জানাবেন। সংশোধনাগারের মধ্যেই যাতে অর্পিতা পর্যাপ্ত চিকিৎসা পান সেই বিষয়টিও বলে দেওয়া হবে, জানান বিচারক। স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা, বুকে ব্যথা থেকে শুরু করে একাধিক সমস্যায় ভুগছেন অর্পিতা, আদালতে এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী।

Kuntal Ghosh : অর্পিতার ফ্ল্যাটে নোটের পাহাড়ে কি কুন্তল যোগ?
শরীর ভালো নেই পার্থরও!
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ও আদালতে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। তিনি এদিন বিচারকের সামনে বলেন, “আমি জানি আমি নির্দোষ। আমি খুব অসুস্থ। এজেন্সিকে কাজে লাগিয়ে আমার উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল চলছে।” উল্লেখযোগ্যভাবে, গত বছর ২২ জুলাই নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে, গ্রেফতার করা হয় অভিনেত্রী-মডেল অর্পিতাকেও।

Saraswati Puja In Kolkata: বিদ্যার চেয়েও পার্থর টাকার ভারে হেলেছে দাঁড়িপাল্লা, সব দেখছেন অর্পিতা! সরস্বতী পুজোর থিম ঘিরে তোলপাড়
অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। সেই দৃশ্য আজও বাংলার মানুষের স্মৃতিপটে স্পষ্ট। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? কোনওভাবে কি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে তা যুক্ত? এই প্রশ্নগুলির উত্তর জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ED। অন্যদিকে, এই ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকে সংশোধনাগারেই রয়েছেন অর্পিতা এবং পার্থ। তাঁদের অতীতে জামিনের আবেদন খারিজ হয়েছে। এর আগেও পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর শারীরিক অবস্থা ঠিক নেই। অন্যদিকে, অর্পিতার দাবি ছিল, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *