Asansol Latest News: স্বামী-সন্তান ছেড়ে পর পুরুষের সঙ্গে বিছানায়, প্রেমিকের মৃত্যুতে সন্দেহের নিশানায় আসানসোলের বধূ – one house wife from asansol allegedly murdered her live in partner


Asansol : স্বামী, সন্তানকে ছেড়ে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়েছিলেন আসানসোলের এক গৃহবধূ। লিভ ইনও করছিলেন তাঁর সঙ্গে। রহস্যজনক ভাবে সেই যুবকের মৃতদেহ উদ্ধার ঘর থেকে। মৃত যুবকের নাম মুকেশ বার্নওয়াল (৩৬)। যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ পরিবারের। লিভ ইন পার্টনার মহিলার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে মহিলাকে আটক করেছে পুলিশ। ধৃত মহিলার নাম মাম্পি সিং। স্থানীয় সূত্রে খবর, স্বামী এবং সন্তানদের ছেড়ে দিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিভ ইন করছিলেন আসানসোলের ওই গৃহবধূ। যুবকের সঙ্গে তিনি একটি বাড়িতে থাকছিলেন। অভিযোগ, উঠেছে ওই বাড়ি থেকেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। যুবকের পরিবারের লোকজন ওই গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আসানসোল দক্ষিণ থানার (Asansol South Police Station) পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাম্পি সিংকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Dhanbad Fire Incident : অগ্নিশুদ্ধ নয়, অগ্নিকাণ্ডে মৃত্যুর ক্ষত নিয়েই বিয়ে ধানবাদে
জানা গিয়েছে, আসানসোল আগুরিপাড়ার বাসিন্দা মাম্পি সিংয়ের কয়েকবছর আগে বিয়ে হয়েছিল রূপনারায়নপুরে। তার দুটি পুত্র সন্তানও হয়েছিল। কিন্তু সাংসারিক অশান্তির কারণে মাম্পি স্বামী ও ছেলেদের ছেড়ে দিয়ে এসে বাপের বাড়িতে থাকতে শুরু করে। সন্তানদের নিজের শ্বশুরবাড়িতেই ছেড়ে আসেন তিনি। এরপর গত বছর পুজোর সময় মুকেশের সঙ্গে আলাপ হয় মাম্পির। ধীরে ধীরে সখ্যতা বাড়ে। অভিযোগ, স্বামীকে ডিভোর্স না দিয়েই মুকেশের সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন মাম্পি সিং। আসানসোলের উষাগ্রাম গোয়ালাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন দুজনে মিলে। এরপর শনিবার মুকেশের বাড়িতে ফোন করে মাম্পি জানায়, মুকেশ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়ে আসানসোল জেল হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।

Road Accident: মাঝ রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য
মুকেশের বাড়ির লোকের দাবি, তাঁদের বাড়ির ছেলে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে ওই মহিলার দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবারের সদস্যরা। খুনের অভিযোগ দায়ের করা হয় আসানসোল দক্ষিণ থানায়। তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে পুলিশ মাম্পি সিং নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পরে মাম্পি সিং অসুস্থ হয়ে পড়ে। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁকে তোলা হয় আসানসোল আদালতে। আদালত মাম্পি সিংকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *