Jalpaiguri News : ২ ছাত্রকে মেরে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! চাঞ্চল্য ময়নাগুড়িতে – two students injured due to beaten by school teacher in maynaguri


West Bengal News : নেশা করে স্কুলে এসে মেরে দুই ছাত্রের কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি (Maynaguri) ভোটপট্টি আরআর প্রাথমিক স্কুলে (Primary School) এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষক সজল দেবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। যদিও এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। শিক্ষকের মারে ওই দুই শিশু গুরুতর আহত হয়েছে। দুই শিশুকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital)। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Malda News: স্ত্রীকে সঙ্গে নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব, অপমানে চরম সিদ্ধান্ত দশম শ্রেণির পড়ুয়ার!
অভিযুক্ত শিক্ষক সজল দেবের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে আহত ছাত্রদের পরিবার। অভিভাবকরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্কুলে মারামারি করছিল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুই ছাত্র। তাদের দু’জনকেই বেধড়ক মারেন শিক্ষক সজল দেব। মারের চোটে দুই ছাত্রেরই কান থেকে রক্ত বেরোতে থাকে। খবর পেয়ে পৌঁছন অভিভাবকরা।

Mid Day Meal : মিড ডে মিলে নিম্নমানের খাবার, পঠন-পাঠন তলানিতে! অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ
এই বিষয়ে এক অভিভাবক অভিযোগ করে জানান, “ভোটপাট্টি আর আর প্রাথমিক বিদ্যালয়ের (Primary School) শিক্ষক সজল দেব দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর শারীরিক অত্যাচার করে। ওর মারের ভয়ে ছেলে স্কুলে যেতে চায় না। তবু আমরা বুঝিয়ে সুঝিয়ে পাঠাই। কিন্তু উনি যে মেরে কান ফাটিয়ে দেবেন তা বুঝতে পারিনি। অবিলম্বে ওই শিক্ষকের অপসারণ চাই।” আজ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র ও তৃতীয় শ্রেণির এক ছাত্রকে ক্লাসের মধ্যে ব্যাপক মারধর করে৷ আহতদের মধ্যে একটি শিশুর কান দিয়ে রক্ত বেড়িয়ে গিয়েছে। আহত দুই ছাত্রকে পরিবারের সদস্যরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital) ভর্তি করেছেন। পরিবারের আরও অভিযোগ, এর আগেও একাধিক শিশুকে মারধর করেছে এই শিক্ষক।

Mid Day Meal : মিড ডে মিলে পচা ভাত, টিকটিকি-আরশোলা! অভিযোগ ঘিরে শোরগোল তেহট্টর স্কুলে
অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি করেছেন সব অভিভাবকই৷ পাশাপাশি পুলিশেও লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই শিশুর পরিবারের সদস্যরা। বিষয়টি স্কুল পরিদর্শক প্রাথমিকের কান পর্যন্ত পৌঁছেছে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই দুই ছাত্র বিপদমুক্ত। তবে কানে গুরুতর আঘাত লেগেছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, “ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও ছাত্রদের মারধরের অভিযোগ উঠেছে। কিন্তু জল যে এতদূর গড়াবে, তা কখনও ভাবিনি। ওই দুই ছাত্রের জন্য খারাপ লাগছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *