মালদা (Malda) জেলায় রতুয়া (Ratua) ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পরানপুর, মহারাজপুর এবং পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই প্রকল্পের উদ্বোধন হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীথ কুমার মাহাতো, পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী সহ পরানপুর অঞ্চলের প্রধান শেখ শাহজাহান, রফিকুল ইসলাম। এই প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে দুটি আলাদা আলাদা পাত্রে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখা হবে। স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলি সংগ্রহ করে নির্দিষ্ট হাবে জমা করবে। সেখান থেকে সার তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লাগানো হবে।
এই বিষয়ে বিধায়ক সমর মুখার্জি বলেন, “পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের জন্য এটি নিঃসন্দেহে এক দারুন উদ্যোগ। এই ধরনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর আগে আমরা রাজ্যের বিভিন্ন শহরে দেখেছি। কিন্তু রাজ্য সরকার অত্যন্ত আন্তরিকআবে বিষয়টিকে দেখে গ্রামবাংলাতেও এই প্রকল্পের কাজ শুরু করতে চলেছে। রাজ্য সরকারের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের উন্নয়ন”। এক গ্রামবাসী এই বিষয়ে জানান, “আগে গ্রামেরই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ফেলতে হত। তাতে দুর্গন্ধ ছড়াত, সেই সঙ্গে নানান রোগ ছড়ানোর সম্ভাবনা থাকত। আশা করছি এই উদ্যোগের ফলে ওই ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামের পরিবেশ দুষিত হওয়া থেকে বাঁচবে”।