Malda News : লক্ষ্য সুস্থ পরিবেশ গড়া, রতুয়ায় উদ্বোধন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের – solid waste management hub inaugurated with aim of making pollution free enviroment


West Bengal News : ‘পরিছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়। সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে’। এই স্লোগানকে সামনে রেখে মালদা (Malda) জেলায় রতুয়া (Ratua) ২ নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের (Solid Waste Management Hub) শিলান্যাস করা হল। পরিবেশবিদদের মতে, পরিবেশ আবর্জনা মুক্ত থাকলেই মানুষ হবেন রোগ মুক্ত। গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব (Solid Waste Management Hub)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক একটি হাব তৈরি করতে খরচ হবে ৪০ লাখ টাকা। শহরে পৌরসভা ভিত্তিক এলাকায় নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও পঞ্চায়েত ভিত্তিক গ্রাম্য এলাকায় এতদিন পর্যন্ত এই রাজ্যে এই রকম কোনও প্রকল্প সেভাবে বাস্তবায়িত হয়নি। ফলে গ্রামে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ফলস্বরূপ দেখা যায় ম্যালেরিয়া টাইফয়েড থেকে প্রাণঘাতী ডেঙ্গি।

Midday Meal Scheme : নোংরা জলেই মিড ডে মিলের রান্না! অভিযোগ তুলল খোদ স্কুল কর্তৃপক্ষই
মালদা (Malda) জেলায় রতুয়া (Ratua) ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পরানপুর, মহারাজপুর এবং পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই প্রকল্পের উদ্বোধন হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীথ কুমার মাহাতো, পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী সহ পরানপুর অঞ্চলের প্রধান শেখ শাহজাহান, রফিকুল ইসলাম। এই প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে দুটি আলাদা আলাদা পাত্রে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখা হবে। স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলি সংগ্রহ করে নির্দিষ্ট হাবে জমা করবে। সেখান থেকে সার তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লাগানো হবে।

Midday Meal Scheme : আবাসের পর মিড ডে মিল, অভিযোগ খতিয়ে দেখতে মালদায় হাজির কেন্দ্রীয় দল
এই বিষয়ে বিধায়ক সমর মুখার্জি বলেন, “পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের জন্য এটি নিঃসন্দেহে এক দারুন উদ্যোগ। এই ধরনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর আগে আমরা রাজ্যের বিভিন্ন শহরে দেখেছি। কিন্তু রাজ্য সরকার অত্যন্ত আন্তরিকআবে বিষয়টিকে দেখে গ্রামবাংলাতেও এই প্রকল্পের কাজ শুরু করতে চলেছে। রাজ্য সরকারের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের উন্নয়ন”। এক গ্রামবাসী এই বিষয়ে জানান, “আগে গ্রামেরই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ফেলতে হত। তাতে দুর্গন্ধ ছড়াত, সেই সঙ্গে নানান রোগ ছড়ানোর সম্ভাবনা থাকত। আশা করছি এই উদ্যোগের ফলে ওই ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামের পরিবেশ দুষিত হওয়া থেকে বাঁচবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *