Mid Day Meal : মিড ডে মিল : সফরে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট কেন্দ্রীয় দল – central team appreciated mid day meal scheme in west bengal


এই সময়: রাজ্যে মিড ডে মিল পরিদর্শন শেষে প্রশংসার সুর শোনা গেল কেন্দ্রীয় প্রতিনিধি দলের চেয়ারপার্সন অনুরাধা দত্তর গলায়। বাংলায় আটদিনের সফর সারে জয়েন্ট রিভিউ মিশন (জেআরএম)। সোমবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে অনুরাধা জানান, পরিদর্শনে রাজ্য সরকার, স্কুলশিক্ষা দপ্তর, জেলা এবং ব্লক স্তরের প্রশাসনের পাশাপাশি স্কুলের তরফেও সমস্ত রকম সহযোগিতা পেয়েছেন। পশ্চিমবঙ্গের সকলকে ধন্যবাদও জানান তিনি। সূত্রের খবর, তার আগে এ দিন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকেও রাজ্যের মিড ডে প্রকল্পের প্রশংসা করেন জেআরএমের কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজ্যের বিভিন্ন স্কুলের কিচেন গার্ডেনেরও তারিফ করেন তাঁরা।

Midday Meal Scheme : মিড ডে মিল খেয়ে-ঘুরে হাল জানল জে আরএম
সম্প্রতি মিড ডে মিলে মুরগির মাংস, ডিম ও মরশুমি ফল দেওয়ার জন্য সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর প্রশংসা করেছেন পরিদর্শকরা। রাজ্যের মিড ডে মিল প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে রিভিউয়ে আসছে জেআরএম। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রশংসাকে ইতিবাচক ভাবেই দেখছেন শিক্ষাকর্তারা।

Mid Day Meal: গ্লাভস-অ্যাপ্রন পরে মিড-ডে মিলের রাঁধুনি, আচমকা হানা দিলে তবেই তো ধরা পড়বে! কটাক্ষ শুভেন্দুর
রাজ্যের তরফে কেন্দ্রকে মিড ডে মিলে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আট দিনে ৮ জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক মিলিয়ে ৩০টি স্কুল ঘুরে দেখে প্রতিনিধি দল। সোমবার রাজ্য শিক্ষা সচিব মণীশ জৈনের পাশে বসে অনুরাধা বলেন, ‘৮৯৬ জন পড়ুয়ার তথ্য আমাদের হাতে এসেছে। এই তথ্যগুলির পর্যালোচনা ও বিশ্লেষণ করে যে চূড়ান্ত তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই কেন্দ্র ও রাজ্যকে রিপোর্ট দেওয়া হবে। তথ্যের ভিত্তিতে কিছু পরামর্শও দেওয়া হবে।’ সব স্কুলে কিচেন গার্ডেন, কাঁচা জিনিসপত্র স্কুলে আনায় পরিবহণের খরচ কমিয়ে খাবারে পুষ্টির মান বাড়ানোর দিকটি খতিয়ে দেখতে বলেছেন জেআরএমের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *