আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সঞ্জয় দাসের অভিযোগ, আজ ভোরে সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বোমাবাজির এর আওয়াজ শুনতে পাওয়া যায়। বিকট আওয়াজ শুনেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। বাইরে বেরিয়ে দেখেন তাঁদের নতুন নির্মীয়মান মাটির বাড়িতে আগুন জ্বলছে। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদের চিৎকার করে ডাকেন সঞ্জয় দাস। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। যদিও ততক্ষণে পুরো বাড়ির অধিকাংশ অংশই পুড়ে যায়। সঞ্জয় দাস বলেন, “আজ ভোর সাড়ে চারটে নাগাদ আমার স্ত্রী বিকট আওয়াজ শুনে বাইরে এসে দেখেন সামনের নির্মীয়মান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয় কয়েকজনকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।” অগ্নিকাণ্ডের সময় তাঁর বাড়ির সামনে থেকে দুই দুষ্কৃতীকে বাইক নিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে বলে দাবি সঞ্জয়ের। ঘটনার তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা বলেন, “তৃণমূলের আর কোনও কাজ নয়, আমাদের নামে দুর্নাম করা ছাড়া। কোনও পারিবারিক গণ্ডগোলের কারণে এরকম ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা জানান, “শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে বিজেপি। সঞ্জয় দাসের একমাত্র দোষ সে বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলে এসে নাম লিখিয়েছে। অশান্তি কায়েম করে রাখতে চাইছে বিজেপি। তবে এটা আমরা হতে দেব না।”