রাজ্যের পঞ্চায়েতগুলির কাজের গুণগত মান সঠিক রয়েছে কি না তা নজর রাখার প্রয়োজন বলে মত রাজভবনের।
হাইলাইটস
- রাজ্যের পঞ্চায়েতগুলির কাজের গুণগত মানও সঠিক থাকছে কি না, তা আরও বেশি করে নজরদারির প্রয়োজন বলে মনে করে রাজভবন।
- সোমবারই রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেন।
- কমিশনের চেয়ারম্যানের সঙ্গে রাজ্যপাল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পরেই রাজভবন নজরদারি প্রসঙ্গে নিজের মনোভাব জানিয়েছেন।
রাজভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন রাজ্যপাল ও অর্থ কমিশনের চেয়ারম্যানের আলোচনায় বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। যেমন, কমিশনের সুপারিশমতো বরাদ্দ অর্থ পঞ্চায়তের হাতে তুলে দিলেই হবে না, তিন মাস অন্তর তা কতটা খরচ হলো, তা-ও নজরদারি করতে হবে। গুণগত মান বাড়াতে হবে সোশ্যাল অডিটের। এ ক্ষেত্রে স্বাধীন কোনও সংস্থাকে এই অডিটের দায়িত্ব দেওয়া উচিত। অডিটের ক্ষেত্রে অগ্রাধিকার কী হবে, তা-ও স্থির করে দিতে হবে। কাজের মূল্যায়নের ক্ষেত্রেও স্বশাসিত সংস্থাকে সামনে রাখা যেতে পারে। পঞ্চায়েতের সুশাসনের মূল্যায়নের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের যে মাপকাঠি ভারত সরকার মেনে নিয়েছে, তা গ্রহণ করা যেতে পারে। কাজের নিরিখে পঞ্চায়েতগুলির রিপোর্ট কার্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। কাজের গুণগত মান ও কর্মদক্ষতার নিরিখে বিচার করে সাধারণ মানুষ এই রিপোর্ট কার্ড দেবেন। এর ভিত্তিতে পঞ্চায়েতগুলির জন্য ইনসেনটিভ স্কিম দেওয়া যেতে পারে বলেও বৈঠকে আলোচনা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ