Raj Bhavan : শুধু খরচের হিসেব নয়, রাজভবন চায় কাজের মান-বিচারও – raj bhavan wants to monitor whether the quality of work of state panchayats is running correctly


রাজ্যের পঞ্চায়েতগুলির কাজের গুণগত মান সঠিক রয়েছে কি না তা নজর রাখার প্রয়োজন বলে মত রাজভবনের।

 

Raj Bhawan
নজরদারির প্রয়োজন বলে মনে করে রাজভবন

হাইলাইটস

  • রাজ্যের পঞ্চায়েতগুলির কাজের গুণগত মানও সঠিক থাকছে কি না, তা আরও বেশি করে নজরদারির প্রয়োজন বলে মনে করে রাজভবন।
  • সোমবারই রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেন।
  • কমিশনের চেয়ারম্যানের সঙ্গে রাজ্যপাল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পরেই রাজভবন নজরদারি প্রসঙ্গে নিজের মনোভাব জানিয়েছেন।
এই সময়: শুধু খরচের হিসেব নয়, রাজ্যের পঞ্চায়েতগুলির কাজের গুণগত মানও সঠিক থাকছে কি না, তা আরও বেশি করে নজরদারির প্রয়োজন বলে মনে করে রাজভবন। সোমবারই রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেন। কমিশনের চেয়ারম্যানের সঙ্গে রাজ্যপাল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পরেই রাজভবন নজরদারি প্রসঙ্গে নিজের মনোভাব জানিয়েছেন। রাজ্যপালের কাছে কমিশনের চেয়ারম্যান ব্যাখ্যা করেছেন, সবসময়ে আর্থিক খরচই উন্নয়নের যথাযথ মাপকাঠি হয় না। দেখতে হবে, তা কতটা সঠিক ভাবে খরচ হয়েছে। গুণগত মান কেমন। এ সব নিয়েই রাজ্যস্তরের অডিটের প্রয়োজন। কমিশনের বক্তব্য, একটি রাস্তা তৈরির সময়ে এক ইঞ্চি পিচ পড়তে পারে। আবার তিন ইঞ্চি পিচ পড়তে পারে। দু’টি ক্ষেত্রে গুণগত মান এক হবে না। তাই আর্থিক মাপকাঠির সঙ্গে গুণগত মানের মাপকাঠি নিয়েও অডিট করা প্রয়োজন।

NREGA In West Bengal : 100 দিনের কাজে কেন্দ্রের লাগবে 1.8 লক্ষ কোটি টাকা
রাজভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন রাজ্যপাল ও অর্থ কমিশনের চেয়ারম্যানের আলোচনায় বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। যেমন, কমিশনের সুপারিশমতো বরাদ্দ অর্থ পঞ্চায়তের হাতে তুলে দিলেই হবে না, তিন মাস অন্তর তা কতটা খরচ হলো, তা-ও নজরদারি করতে হবে। গুণগত মান বাড়াতে হবে সোশ্যাল অডিটের। এ ক্ষেত্রে স্বাধীন কোনও সংস্থাকে এই অডিটের দায়িত্ব দেওয়া উচিত। অডিটের ক্ষেত্রে অগ্রাধিকার কী হবে, তা-ও স্থির করে দিতে হবে। কাজের মূল্যায়নের ক্ষেত্রেও স্বশাসিত সংস্থাকে সামনে রাখা যেতে পারে। পঞ্চায়েতের সুশাসনের মূল্যায়নের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের যে মাপকাঠি ভারত সরকার মেনে নিয়েছে, তা গ্রহণ করা যেতে পারে। কাজের নিরিখে পঞ্চায়েতগুলির রিপোর্ট কার্ড চালুর প্রস্তাব রাখা হয়েছে। কাজের গুণগত মান ও কর্মদক্ষতার নিরিখে বিচার করে সাধারণ মানুষ এই রিপোর্ট কার্ড দেবেন। এর ভিত্তিতে পঞ্চায়েতগুলির জন্য ইনসেনটিভ স্কিম দেওয়া যেতে পারে বলেও বৈঠকে আলোচনা হয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *