রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং আদিল দুরানি (Adil Khan Duranni)। তাঁদের বিয়ে নিয়ে ড্রামার কোনও শেষ নেই। এই বিয়ে আছে, এই বিয়ে নেই! এ যেন ভ্যানিশ ভ্যানিশ খেলা। এই আদিলকে দেখা যাচ্ছে রাখির পাশে… আবার পর মুহূর্তেই রাখি কেঁদে ভাসাচ্ছেন, আদিল নাকি তাঁর কথা ভাবছেনই না, দুঃসময়ে তাঁর পাশেই থাকছেন না। সোমবার জিম থেকে বেরিয়ে মিডিয়ার সামনে বিস্ফোরক রাখি সাওয়ান্ত। কী বললেন তিনি?