West Bengal Latest News: লাল-নীল সংসারের স্বপ্নে ভেসে প্রেমিকের ডাকে সাড়া, নাবালিকা প্রেমিকা পৌঁছলেন নরকের অন্ধ কূপে – lover allegedly sell her minor girlfriend


South 24 Pargana সোশাল মিডিয়ায় পরিচয় তা থেকেই আলাপ। সেই আলাপ খুব অল্প সময়েই গড়ায় ঘনিষ্ঠতায়। সোশাল মিডিয়ায় কথোপকথনে তখন চারদিকে শুধুই ভালোবাসার গোলাপি রঙ। চোখে ভাসছে ভবিষ্যতের লাল-নীল সংসারের স্বপ্ন। তখন শুধু অপেক্ষা স্বপ্নের রাজপুত্রের একটা ডাক। সময়ের দাবি মেনে সে ডাক আসতেই কোনও কিছুর বাধা না মেনে প্রেম গাঙে তরী ভাসাল নাবালিকা প্রেমিকা। বয়সের হিসেবে প্রাপ্তবয়স্ক নয় প্রেমিকও, কিন্তু তাঁর কীর্তিতে শিউরে উঠবে যে কেউ।

এ যেন জীবন নয়, টেলিভিশনের অপরাধ নিয়ে তৈরি সেমি ডকু ফিল্ম। রঙিন প্রেমিকের ডাকে সাড়া দিতেই লাল-নীল সংসার নয় বরং স্বপ্ন ভেঙে গিয়ে নাবালিকা প্রেমিকা পৌঁছলেন নরকের অন্ধ কূপে। সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে সোনাগাছিতে প্রেমিকাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। সেই শুরু লাল-নীল প্রেমের সংসারে বদলে রোজ সস্তার লাল-নীল রঙ ঘষে চলত জোর জবরদস্তি দেহব্যবসা। সূর্য ওঠা থেকে সূর্য ডোবার মাঝে শরীর উপর দখলদারের বদলে যেত মুখ। কখনও সোনাগাছির অন্ধকার গলির এক চিলতে ঘর তো কখনও শহরের বিভিন্ন হোটেলের ঘরে ছড়িয়ে থাকত নাবালিকা প্রেমিকার যন্ত্রণা ও সম্ভ্রম। প্রেমের রঙিন স্বপ্ন শেষে তখন শুধু মুক্তির প্রার্থনা।

Tollywood Actor Arrest: ‘ছিঁড়ে দেয় পোশাক, ওই অবস্থাতেই পালাই!’ দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার অভিনেতার বান্ধবীর

অবশেষে মঞ্জুর হল সেই প্রার্থনা। অন্ধকার জীবন থেকে মুক্তি দিল এক অভিযোগ। নাবালিকার বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার পর ঢোলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা। ৩০/০১/২৩ তারিখ কিডন্যাপের মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমেই জানা যায় নাবালক প্রেমের কুকীর্তি। তাঁকে গ্রেফতার করতেই খোঁজ মেলে নাবালিকার। অভিযোগ দায়ের হওয়ার পরেরদিনই ধর্মতলা থেকে তাকে উদ্ধার করা হয়। আরামবাগের হোটেলে তাকে দেহ ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।

West Bengal Latest News: সেক্সের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বারবার বিছানায়…! অত্যাচার সহ্য করতে না পেরে যুবককে পুলিশে দিলেন বধূ

নাবালিকাকে উদ্ধারের পর অভিযুক্ত নাবালককেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাবালিকা ও নারীপাচার চক্রের হদিস পায় পুলিশ। সোনাগাছিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জাইদুল ও মেহেরানা খাতুন নামে এক মহিলাকে। ধৃত প্রাপ্তবয়স্ক দুই অভিযুক্তকে আজ কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। এই বিষয়ে মন্দিরবাজারের SDPO বিশ্বজিৎ নস্কর জানান গত এক বছরে নারী পাচার চক্রের সাথে যুক্ত থাকার ঘটনায় তারা মোট ৮ জনকে গ্রেফতার করেছেন। পাচার রুখতে তারা সচেতনতা বাড়াতে স্কুল, কলেজ ও অন্যান্য জায়গায় প্রচার চালাচ্ছেন। কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী সব্যসাচী দাস জানান ধৃতদের বিরুদ্ধে ৬ পকসো, কিডন্যাপ ও বিক্রি করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *