West Bengal Temperature : ভালোবাসার মরশুমেই শীতের বিদায়, ভ্যালেনটাইন্স ডে-তে কেমন থাকবে আবহাওয়া? – west bengal temperature today increase may drop again on valentines day


শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। একদিনে এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি বেড়ে গেল রাতের তাপমাত্রা (West Bengal Tenperature)। এদিকে, মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকল শহর। শহরের দৃশ্যমানতা নেমে এসেথে ৪০০ মিটারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন চারদিনে আরও চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা দু’টোই বাড়বে। সকালে কুয়াশার প্রভাব থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

West Bengal Weather Update : ফেব্রুয়ারির শুরুতেই শীতের কামব্যাক, মেয়াদ কদ্দিন?
কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা?

দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। ১০ তারিখে একটু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা অনেকটাই বাড়বে। ফের ১৩ এবং ১৪ তারিখ নাগাদ আবার একটু তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা থাকছে। কেবলমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং (Darjeeling Weather) এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্র ও শনিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা কমলেও তা স্বাভাবিকের উপরেই থাকবে অর্থাৎ শীত ফেরার আর তেমন সম্ভাবনা নেই রাজ্যে।

West Bengal Weather Update : অদ্যই শেষ রজনী! এবারের মতো শীতের শেষ, হাওয়া বদলের পূর্বাভাস আলিপুরের
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather)?

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহরের আকাশ। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ এদিন থেকে ক্রমশ গায়েব হবে। উত্তুরে হাওয়ার প্রভাব কমবে। বাড়বে দক্ষিণা বাতাসের আনাগোনা। পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে। এটিও স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হয়েছে ৯৮ শতাংশ।

West Bengal Weather Update : আবহাওয়ার ‘মতিভ্রম’! বুধের পারদ জ্বালায় প্রলেপ বৃহস্পতিতে
ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে বুধবার রাতে। যা মূলত প্রভাব ফেলবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস। সাময়িক বিরতি দিয়ে বুধবার থেকে শুক্রবারের মধ্যে আরও এক দফায় বৃষ্টি এবং তুষারপাত হবে উত্তর পশ্চিম ভারতের এই পার্বত্য এলাকাগুলিতে। মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ, অসম এবং মেঘালয়ে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী দু’দিন পঞ্জাব এবং উত্তরাখণ্ডে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অসম এবং মেঘালয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *