Dev As Byomkesh, Rana Sarkar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেব ঘোষণা করেন যে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র ব্যোমকেশ রূপে বড়পর্দায় ধরা দেবেন তিনি। ‘দুর্গরহস্য’ গল্প অবলম্বনে তৈরি এই ছবি প্রযোজনা করবেন দেব ও শ্যাডো ফিল্মস ও ছবিটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। তবে এই ছবির ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে দেবকে। অভিনেতাকে নিয়ে হাসি মজা ছাড়িয়েছে সীমা, তৈরি হয়েছে একাধিক মিম। এমনকী ইন্ডাস্ট্রির অন্দরেও অনেকেই দেবের সমালোচনা করছেন। এবার দেবের পাশে দাঁড়ালেন রানা সরকার। অভিনেতার হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রযোজক।
দেবের সমালোচকদের কটাক্ষ করে তিনি লেখেন, ‘দেব ব্যোমকেশ ও আঁতেল বাঙালির হাহাকার।আবার গেল গেল রব উঠেছে, কারণ দেব অভিনয় করছে ব্যোমকেশ চরিত্রে। কি করে মেনে নেওয়া যায় ? শরদিন্দু বাবুর মহান সৃষ্টিকে যারা আপন মনের মাধুরী মিশায়ে রবার্ট ডি নিরো আল পাচিনো লেভেলে পৌঁছে নিয়ে গেছেন তাদের মনেই থাকে না ইতিমধ্যেই সত্যজিৎ রায় ও ঋতুপর্ণ ঘোষ অত্যন্ত খাজা মানের দুটি ব্যোমকেশ বানিয়ে ফেলেছেন। চিড়িয়াখানায় মানিক বাবু তাও উত্তমকুমারের ক্যারিশমাটিক স্ক্রিন প্রেজেন্সকে ব্যবহার করে কিছুটা স্বস্তি দিয়েছেন দর্শককে, কিন্তু ঋতুপর্ণ ঘোষ যখন সত্যান্বেষী বানালেন সুজয় ঘোষকে তখন এইসব আঁতেল বাঙালি টুঁ শব্দটি করার সাহস দেখাননি। ওই দুটি ব্যোমকেশ গোত্রীয় সিনেমা যে আদপেই কোনও শিল্প নয় এটা বলার সৎ সাহস দেখানোর মতো ধক কারো ছিল না।বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যোমকেশ নিয়ে কাজ সবচেয়ে বেশি আমি করেছি, ব্যোমকেশের সব কটি গল্প নিয়ে টেলিভিশন চ্যানেলের জন্য সিরিজ বানিয়েছি, একটা সিনেমাও বানিয়েছি, খুব ভালো কিছু বানাতে পারিনি, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি ব্যোমকেশ হিসেবে বাঙালি যা চায় আমাদের আঁতেল ফিল্মি বন্ধুরা তার আশেপাশেও ভাবতে পারেননা।’
আরও পড়ুন- Shah Rukh Khan| Pathaan: সূর্যের মতোই একা! ‘পাঠান’ আলোয় উজ্জ্বল শাহরুখ…
রানা আরও লেখেন, ‘আমার ব্যক্তিগত মত অনুযায়ী ইদানিং কালে সবচেয়ে ভালো ব্যোমকেশ সিনেমা বানিয়েছেন অরিন্দম শীল, শেষের একটা বাদ দিলে অরিন্দমদার বানানো সব কটা ব্যোমকেশের সিনেমা সর্বশ্ৰেষ্ঠ। অঞ্জন দত্ত ব্যোমকেশ সিনেমা বানানো শুরু করেছেন, কিন্তু একটা দুটো বাদে বাকি সব কাজে আর যাই দেখা যাক না কেন ফাঁকিবাজির ছাপ স্পষ্ট। সৃজিত দুর্গ রহস্য বানাতে পারল না, কিন্তু ওয়েব সিরিজ বানাবে শোনা যাচ্ছে, সেটা বানালে কি হয় সেটার জন্য অপেক্ষা করবে মানুষ। আর ব্যোমকেশ হিসেবে বাঙালির কাছে শ্রেষ্ঠ আবির চ্যাটার্জি, দর্শক যদি ব্যোমকেশের স্বপ্ন দেখে তাহলে আবিরকেই দেখে, বইয়ের প্রচ্ছদে আবিরেরই ছবি দেওয়া হয়। অন্য যারা ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছে সে সিনেমা হোক বা অন্য প্ল্যাটফর্ম সব কিছুর কথা মাথায় রেখেই বলছি।ইদানিং আমরা ওয়েব প্ল্যাটফর্মের একটি ব্যোমকেশ সিরিজ নিয়ে উত্তেজনা প্রকাশ করি, কাউকে অসম্মান না করে বলছি, দাদা বুঝে নিন সবটা সবার দ্বারা হয় না, অভিনয়ে আপনি নাসিরুদ্দিন শাহ হতে পারেন, পাবলিক ইমেজে আপনি মেয়েদের বুকে আলোড়ন তুলতে পারেন, কিন্তু ওই যে ব্যোমকেশের যে আদর্শ চেহারা বাঙালি কল্পনা করে সেটা শুধু আবিরেরই আছে, খুব কাছাকাছি যীশু সেনগুপ্ত, আর বাকি যারা করেছে তাদের সমস্ত শ্রম ও প্রচেষ্টাকে সম্মান জানিয়ে বলছি, দাদা আপনি পারেননি, ব্যোমকেশ হতে পারেননি। এমতবস্থায় দেব ব্যোমকেশের চরিত্র করবে বলে কিছু লোকের বুক ফেটে যাচ্ছে, সেই কষ্টে দুছিলিম তামাক বেশি খাচ্ছে, দক্ষিণের কলোনি পাড়া বা সুব্রত সেনের ষ্টুডিওতে শরদিন্দু পলিটব্যুরোর মিটিং বসছে। দেব ব্যোমকেশ ? শরদিন্দু জানলে কী করতেন ? দেব ব্যোমকেশ হলে জনজাগরন ঘটাতে হবে , revolution knocking at my door, যুবতীর কাছে টেক্সট যাচ্ছে ‘আরেব্বাল কি সব্বনাশ দেব ব্যোমকেশ হচ্ছে, ফাঁকা আছিস আয় লেনিন বোঝাবো’।কিন্তু জেনে রাখুন, বক্সঅফিসে, কলকাতা ছাড়িয়ে সারা বাংলায়, সারা দেশের সারা বিশ্বের non-আঁতেল বাঙালির কাছে দুর্গ রহস্য পৌঁছে যাবে কারণ দেব ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছে।’
প্রযোজক লেখেন, ‘দেব ভালো অভিনয় করতে পারেনা বলে আপনার অর্গ্যাসম হয় ? আপনি পারেন বলে খুব অহংকার তাই না ? নিজেদের কাজের তালিকাটা আরেকবার চোখ মিলিয়ে দেখে নিন, শিল্প নয়,টাকা ইনকামের ধান্দাবাজি আপনাদের কাজের ঝাপসা তালিকায় স্পষ্ট, গঙ্গা পার হলে আপনাদের কজন মানুষ চেনে আর দেবকে কজন চেনে একটু মাথায় রাখবেন। দেব আপ্রাণ পরিশ্রম করে ব্যোমকেশ চরিত্র রূপায়িত করার চেষ্টা করবে, দুর্গ রহস্য সর্বকালের সর্বোচ্চ বক্স অফিস গ্রসার হবে, এবং দেবকে ব্যোমকেশ হিসেবে সুজয় ঘোষ, উত্তমকুমার এবং গরিবের আল পাচিনো ওটিটি সুপারস্টারের থেকে অনেক বেশি ভালো লাগবে বড় পর্দায়। আঁতেল বাঙালি হাহাকার করুক, বিপ্লব আসুক না আসুক আপামর বাঙালি দর্শক ব্যোমকেশ দেখবে, বাংলা সাহিত্যের সম্পদ শরদিন্দুর অমর সৃষ্টিকে সর্ব বৃহৎ দর্শকের কাছে পৌঁছে দেবে দেব । আর ফিল্মি দুনিয়ার যারা বুকফাটা ব্যাথায় হাহাকার করে ঘরে তিষ্ঠতে পারছেন না তারা নিজের ধান্দাবাজির ধারাবাহিকতা বজায় রেখে দেবকে ফোন করুন, নিশ্চয় আপনাদের জন্য দুর্গে রহস্য সিনেমায় একটি চরিত্রে কাজের ব্যবস্থা ও করে দিতে পারে, অনেক চরিত্র আছে দুর্গ রহস্যে, তখন এই দেবের ব্যোমকেশ আপনাদের কাছে মধুর ও শ্ৰেষ্ঠতম হয়ে উঠবে।আর যারা কাজ পেলেন না তারাও চিন্তা করবেন না, কয়েক ছিলিম তামাক বেশি রাখুন, একটা এক্সট্রা গ্লাস আর বরফ জোগাড় রাখুন, টেক্সট মেসেজ করতে থাকুন, দেব ব্যোমকেশ করছে এই হতাশার আঁতলামোতে কেউ না কেউ আপনার কাছে লেনিন বুঝতে আসবেই আসবে।বাকি দেবের ব্যোমকেশ ভালো না খারাপ দর্শক বুঝে নেবে, ফিল্ম দুনিয়ার আতেঁল বাঙালি চাপ নেবেন না। জয় ব্যোমকেশ, জয় দেব।’