‘প্রোপোজ ডে’তে কী ভাবে মনের কথা সহজে বলবেন? কী করলে ব্যাপারটি একটু বেশি রোম্যান্টিক হয়ে ওঠে?।Propose Day second day of the Valentine week are you planning to go down on one knee If you are running short on ideas we are here to help you as We have made a list of creative proposal ideas


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালো লেগে গিয়েছে সেই মানুষটিকে, কিন্তু বলব-বলব করে বলা হয়ে ওঠেনি? আর তাই ঠিক করে রেখেছিলেন ভ্যালেন্টাইনস উইক এলে ব্যাপারটা সেরে ফেলবেন? প্রোপোজ ডে-তে করে ফেলবেন অফিশিয়াল প্রোপোজ? কিন্তু চাইলেই কী আর হচ্ছে! কেননা, তখনও তো নানা রকম যদি-কিন্তু ঘিরে থাকবে আপনার মনকে, আপনি হয়তো ভেবে উঠতে পারবেন না, ঠিক কী করলে একেবারে মনের মনো করে মনের মানুষটিকে প্রোপোজ করা যায়!

আরও পড়ুন: IRCTC: নিয়মে বড় বদল, অনলাইনে ট্রেনের টিকিট বুক করার আগে জেনে নিন…

গতকাল ছিল রোজ ডে, আজ প্রোপোজ ডে। আসুন, দেখে নেওয়া যাক, কী ভাবে একটু আলাদা ভঙ্গিতে প্রোপোজ করা যায়।  

আজ আপনার সেই ঈপ্সিত সঙ্গীকে ডিনারে ডাকুন। কিছু উপহারও দিন। আর সেই উপহারের মধ্যেই লুকিয়ে রাখুন একটা অঙ্গুরীয়। ব্যস! হয়ে গেল। তিনি যখন পরে গিফট প্যাকটি খুলবেন, তখন তাঁর জানা হয়ে যাবে আপনার মনের কথা!

আরও পড়ুন: Vitamin D Deficient: আত্মহত্যার প্রবণতা কমিয়ে দেয় কোন বিশেষ ভিটামিন জানেন?

যদি এমনটা সম্ভব হয় আপনার ঈপ্সিত মানুষটির কাছে উপহারের ইংগিত পৌঁছে দিতে পারবেন বাচ্চাদের মারফত, তা হলে সেটা করতে পারেন।  সেক্ষেত্রে উল্টোদিকের মানুষটি তত রিয়্যাক্ট করতে পারবেন না। হয়তো তিনি তাঁর মনের ভাব মনেই চেপে রাখবেন। পরে বলবেন আপনাকে। 

আরও পড়ুন: Happy Rose Day 2023: ‘রোজ ডে’তে গোলাপ তো দেবেন, কিন্তু জানেন কি কাকে কোন রঙের গোলাপ দিতে হয়?

যদি আপনার পেট রাখার অভ্যেস থাকে, তাহলেও এর সুযোগ নিতে পারেন। ওর গলায় ঝুলিয়ে দিতে পারেন, ‘উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?’ বা ‘উইল ইউ ম্যারি মি?’ জাতীয় কার্ড। ব্যস! কিছু না বলেও অনেক কথা বলা হয়ে গেল। 

আপনার ঈপ্সিত মানুষটিকে কি কোনও ভাবে বাড়িতে আমন্ত্রণ জানানো যায়? যদি যায়, তবে এজন্যে অবশ্যই খুব সুন্দর করে আপনার পার্সেনাল ঘরটি সাজান। তিনি হয়তো আপনার পরিবারের লোকজনের সঙ্গেও মিট করবেন। ভালোই, করুন সেটা। তবে, ফাইনালি আপনি যখন তাঁকে আপনার রুমে আনবেন, তখন সেখানে প্রথমেই একটা ম্যাজিক করতে পারেন। সেই ছোটবেলায় কর্মশিক্ষায় বা প্রোজেক্টে ব্যবহার করা গ্লোয়িং স্টার দিয়ে দেওয়ালে ওই ‘উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?’ বা ‘উইল ইউ ম্যারি মি?’ লিখে রেখে দিতে পারেন! এবার ঘরে ঢুকে আগে হালকা একটা আলো জ্বালুন। যাতে ওই লেখাগুলো চোখে পড়ে। কয়েক মুহূর্ত, তারপরই বড় আলো জ্বালান আর তাঁকে সোফায় বা চেয়ারে বসতে অনুরোধ করুন। ব্যস! ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো তিনি একটু লজ্জা পেয়েছেন, একটু সংকোচ করছেন, কিন্তু সেই পরিস্থিতির জেসচারটিই আপনাকে যা বলার বলে দেবে!

অথবা, এই একই ব্যাপার ঘটবে একই পরিবেশে একই পরিস্থিতিতে শুধু লেখার বদলে ছবি থাকবে। দেওয়ালে ওই গ্লোয়িং স্টার দিয়ে ‘উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?’ বা ‘উইল ইউ ম্যারি মি?’ লেখার বদলে আপনার সঙ্গীর সঙ্গে আপনার তোলা কোনও ছবি বড় করে প্রিন্ট করিয়ে লাইট মাউন্টিংয়ে দেওয়ালে টাঙিয়ে দিন। একসঙ্গে ছবি না থাকলে, ওঁর সিঙ্গল ছবি থাকলে, তা দিয়েও করতে পারেন।
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *