জানা গিয়েছে, টমেটো বোঝাই সেই বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজাগুলি কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকা থেকে কামাখ্যাগুড়িতে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে গাড়ি বদল করে আটক করা বোলেরো গাড়িতে করে গাঁজা গুলি মালদায় পাচার করার ছক কষা হয়েছিল। গোপন সূত্রে পাচার চক্রের খবর পেয়ে অভিযানে সাফল্য পায় আবগারি বিভাগের আধিকারিকরা। আবগারি বিভাগ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকার বাসিন্দা। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অপর এক পাণ্ডার খোঁজ পেয়েছে আবগারি দফতর। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
এই বিষয়ে আলিপুরদুয়ার আবগারি দফতরের সুপার উরগেন শেওয়াং জানান, সূত্র মারফত খবরের ভিত্তিতে আমরা জানতে পারি কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে প্রচুর গাঁজা আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে এসেছে। সেখান থেকে অন্য একটি গাড়ি করে গাঁজা গুলি মালদায় পাচার কারা হচ্ছে। খবর মিলতেই মঙ্গলবার সন্ধ্যায় আবগারি দফতরের টিম উত্তল পানিয়ালগুড়ি এলাকার ৩১ নং জাতীয় সড়কে ওত পেতে বসে থাকে। সেই সময় গাঁজা পাচারে ব্যবহৃত বোলোরো পিক আপ গাড়ি নজরে আসতেই ওই গাড়িটিকে আটক করা হয়।গাড়িটিতে টমেটো বোঝাই ছিল। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টমেটোর নিচে থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা পাচারে ব্যবহৃত বোলেরো গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীকাল অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।
