Bankura News: বকেয়া ৭০ টাকা চাইতে গরম তেলের কড়াইয়ে ধাক্কা! বাঁকুড়ার মিষ্টির দোকানে তুলকালাম – bankura youth pushes old man to hot oil bishnupur police started probe


West Bengal Local News: বাঁকুড়া জেলায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বকেয়া টাকা চাওয়ার কারণে দোকান মালিককে গরম তেলের কড়াইতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় বাঁকুড়ার বিষ্ণুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুধবার এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকানে বিষ্ণুপুর পৌরশহরের (Bishnupur Municipality) শেখপাড়ার বাসিন্দা বরসাৎ শেখ নামের এক যুবক কচুরি খেতে আসেন। তখন দোকানের মালিক বছর সত্তরের কৃষ্ণ চন্দ্র দে মোদক ওই যুবকের কাছ থেকে বকেয়া ৭০ টাকা চান। তখন দোকান মালিককে ধাক্কা দিয়ে কড়াইতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক কৃষ্ণ চন্দ্র দে মোদক।

Paschim Medinipur : গভীর রাতে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক লাখ টাকার সম্পত্তি
এই ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সামান্য সত্তর টাকা কারণে এমন ঘটনায় স্বাভাবিকভাবে অবাক এলাকার বাসিন্দার। এই ঘটনায় আহত দোকানের মালিকের স্ত্রী গায়ত্রী দে কাঁদতে কাঁদতে বলেন, ‘ওই ছেলেটির থেকে থাকা টাকা পেত আমার স্বামী। টাকা না দেওয়ার কারণে আমার স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে। খারাপভাবে আমার স্বামীর দেহ পুড়ে গিয়েছে। আমরা চাই কড়া ব্যবস্থা নেওয়া হোক। আমার স্বামী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি।’ এই ঘটনায় আক্রান্ত বৃদ্ধের ছেলে প্রসেনজিৎ দে সাংবাদিকদের বলেন, ‘বরসাতের থেকে আমি ৭০ টাকা পেতাম। সকালের আমাদের দোকানে খেল। আমি পয়সা চেয়েছিলাম। সেই নিয়ে তর্কাতর্কি হয়। আমার বাবা তখন বলে, ব্যবসার সময় এখানে চেঁচামেচি করিস না। টাকা দিতে হবে না। সেই সময় গরম তেলের কড়াইয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

Chit Fund Scam : চড়া সুদের প্রলোভন দেখিয়ে বাজার থেকে ৩০ কোটি টাকা আদায়! গ্রেফতার বোলপুরের যুবক
প্রতিবেশী দোকানের মালিক উত্তম কুমার শাইনি বলেন, ‘মিষ্টির দোকানের পাশেই আমার দোকান। ওই ছেলেটির সঙ্গে দোকান মালিকে চেঁচামেচি শুনে আমরা বাইরে বেরিয়ে আসি। টাকা পেত কিন্তু ছেলেটি দেয়নি। এই নিয়ে তর্কাতর্কি হতে হতে গরম কড়াইয়ের তেলে ছেলেটি ওই বয়স্ক মানুষটিকে ধাক্কা দেয়। তখন তাঁর গায়ে তেল পড়ে। গরম তেলে উনি আহত হয়েছেন। আমরা তাঁকে বিষ্ণুপুর মহকুমা হাসাপাতালে নিয়ে গিয়েছিলাম। এখন উনি সেখানে ভর্তি রয়েছেন। আমার চাই কড়া ব্যবস্থা নিক প্রশাসন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *