DA West Bengal Latest Update: ‘মার্চে আরও বড় আন্দোলন…’, DA-র দাবিতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের – west bengal government employees want to go for a bigger protest in demand of da


DA নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারিরা। মঙ্গলবারই ত্রিপুরায় সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংশ্লিষ্ট রাজ্যের সরকারি কর্মীদের চিঠি দিতে চলেছে শহিদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। বাংলায় রাজ্য সরকারি কর্মীরা DA নিয়ে দীর্ঘ দিন ধরে ‘বঞ্চিত’, এই প্রসঙ্গ উল্লেখ করা থাকছে চিঠিতে। একইসঙ্গে মার্চ মাসে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারে রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন, জানা গিয়েছে এমনটাই। কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই করছে রাজ্য সরকারি কর্মীরা। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে ১৩ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে জরুরি পরিষেবা। DA সংক্রান্ত বিষয় ও তাঁদের দাবিদাওয়া নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্যের DA সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে আলোচনা হোক, চাইছিলেন আন্দোলনরত সরকারি কর্মীরা।

West Bengal Govt DA : ‘সরকারের সঙ্গে যুদ্ধে যেতে চাই না কিন্তু…’, বকেয়া DA-র দাবিতে চলছে অনশন
পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের অপর যৌথ মঞ্চ কো-অর্ডিনেশন কমিটির তরফে ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারি পরিষদের তরফে দফতরে দফতরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ১০ তারিখ তারা খাদ্য ভবনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। রাজ্য সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, “আমরা DA নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছি। রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার মহার্ঘ্যভাতা মেটানোর জন্য কোনও সদর্থক ভূমিকা পালন করছে না।”

DA Case West Bengal : DA-র দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার অনশনে সরকারি কর্মীরা
প্রসঙ্গত, DA নিয়ে লড়াই গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ DA সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। তিন মাসের মধ্যে বকেয়া DA মিটিয়ে ফেলতে হবে, নির্দেশ দেওয়া হয়েছিল এমনটাই। এরপর অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই পুর্নবিবেচনার আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে। পরে অবশ্য মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। গত বছর DA মামলা ছেড়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। এরপর মহার্ঘভাতা মামলা দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ে ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে, DA নিয়ে রাজ্যের মনোভাব সদর্থক, এমনই মন্তব্য করেছেন মন্ত্রী মানস ভ্যুঁইয়া। তিনি বলেছেন, “রাজ্যকে বকেয়া পাওনা দিচ্ছে না কেন্দ্র।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *