Duare PG program : দুয়ারে চিকিৎসক, মুখ্যমন্ত্রীর নির্দেশে কেশিয়াড়ির গ্রামে SSKM-র চিকিৎসকরা – sskm hospital doctors are going to keshiary remote village for duare pg program


West Bengal News : প্রত্যন্ত গ্রামে পরিষেবা দেবেন SSKM হাসপাতালের চিকিৎসকরা। প্রকল্পের পোশাকি নাম ‘দুয়ারে পিজির চিকিৎসক’। পশ্চিম মেদিনীপুর দিয়েই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। বুধবার সকালে জেলার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকের রবীন্দ্রভবনে শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী। জেলা প্রশাসন সূত্রে খবর, ২৫ জন পিজি হাসপাতালের জুনিয়র ডাক্তার এই শিবিরে অংশ নিয়েছেন। এছাড়াও নার্স টেকনিশিয়ান সহ ৩৫ জনের একটি দল যোগ দিচ্ছে এই শিবিরে। উল্লেখ্য, গত মাসের ১৬ জানুয়ারি SSKM এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হাসপাতালের জুনিয়র ডাক্তারদের চিকিৎসা প্রদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Saayoni Ghosh: সভায় বক্তব্য রাখার মাঝে আচমকা অসুস্থ সায়নী, চিকিৎসকের ভূমিকায় ডঃ মানস ভুঁইয়া
জেলা প্রশাসন সূত্রে খবর, এই দুদিনে প্রায় দেড় হাজার রোগীকে পরিষেবা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। দায়িত্বে থাকছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী সহ একাধিক জেলা প্রশাসনের আধিকারিকরা। নতুন এই প্রকল্পটিকে সুষ্ঠুভাবে চালাতে গঠন করা হয়েছে ছয়টি সেল। ইনফ্রাস্ট্রাকচার সেল, অ্যাকোমোডেশন সেল, ট্রান্সপোর্ট সেল, কোঅর্ডিনেশন সেল প্রভৃতি। পরিষেবার সুষ্ঠুভাবে দেওয়ার জন্যই এমন পরিকল্পনা বলে খবর জেলা প্রশাসন সূত্রে।

Amartya Sen : অমর্ত্য সেন ইস্যুতে বিভাজন গেরুয়া শিবিরে? জমি বিতর্কে নোবেলজয়ীর পাশে অশোক- সুকান্ত
তবে এই প্রকল্প নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শিয়রে পঞ্চায়েত ভোট (Panchayat Elections)। আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি এলাকাকেই কেন বেছে নেওয়া হলো ? তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে এই কেশিয়াড়িতেই জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি দখল করেছিল BJP। পঞ্চায়েত সমিতি ও সংখ্যাগরিষ্ঠতা BJP-র ছিল ঝুলিতে। সমিতির ২৫ টি আসনের মধ্যে ১৩ টি পায় BJP, বাকি বারোটির দখল নেয় তৃণমূল। স্বভাবতই এমন ফলে আশঙ্কার কালো মেঘ দেখে শাসক শিবির। পঞ্চায়েতের ফলাফল দেখেই কেশিয়াড়িতে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতিও দিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে এত কিছুর পর দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত গঠন করা সম্ভব হয়নি কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি। এ নিয়ে বারবার শাসক দলকে বিঁধেছে BJP।

Paschim Medinipur : মিলছে না বকেয়া বেতন, কর্মীদের ক্ষোভের মুখে জেলাশাসক
জেলা BJP-র সহ-সভাপতি অরূপ দাসের দাবি, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতির থেকে নজর ঘোরাতে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, “যারা সাধারণ পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয় না, তারা আবার মুখে উন্নয়নের বুলি আওড়ায়।” পালটা জবাব দিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তাঁর দাবি, “প্রান্তিক মানুষদের পরিষেবা নিয়ে সরকার যথেষ্ট উদ্যোগী। সাধারণ মানুষের উন্নয়নকল্পে নেই বিজেপি তাই ওঁদের এই গা জ্বালা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *