East Medinipur News : সংস্কারের অভাবে মজে খাল, নন্দকুমারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাষিদের – east medinipur nandakumar farmers agitation by blocking national highway for not reforming canal


Nandakumar News : দীর্ঘদিন ধরে মজে খাল। সংস্কারের বালাই নেই। অসুবিধায় পড়তে হচ্ছে চাষিদের। স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা না মেলায় নন্দকুমারে (Nandakumar) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাষিরা। পথ অবরোধের জেরে তৈরি হয় যানজট। অফিস টাইমে অবরোধের জেরে সংকটে পড়েন নিত্য যাত্রীরা। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর নন্দকুমার থানার পুলিশের উদ্যোগে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দকুমার (Nandakumar) থানার কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল দীর্ঘদিন সংস্কার হয় না। খাল সংস্কার না হওয়ার কারণে এলাকায় চাষবাসের অসুবিধা হয়। বারবার বিভিন্ন দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি স্থানীয় চাষিদের। অবশেষে বুধবার সকালে নন্দকুমার থানার কামারদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনেরা পথ অবরোধে সামিল হন।

Hooghly News : চাষিদের একত্রিত করতে গ্রামে ঢ্যাঁড়া পেটানো! উদ্দেশ্য কি?
এলাকাবাসীর অভিযোগ, খালের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু গাছ সরকারি উদ্যোগে কাটা হয়েছে ঠিকই। কিন্তু সম্পূর্ণ রূপে খাল সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চাষবাসে জলের সমস্যায় পড়েন এলাকার চাষিরা। দীর্ঘদিনের সমস্যার জেরেই আজকে পথ অবরোধ করেন আশেপাশে কয়েকটি গ্রামের চাষিরা। এক অবরোধকারী বলেন, “কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল দীর্ঘ ১৬ বছর ধরে সংস্কার হয়নি। স্থানীয় কিছু জলাশয় থেকে চাষবাসের কাজ সম্ভব নয়। এ বছর প্রায় ছয়শো একর জমিতে চাষ করা সম্ভব হয়নি। আমরা বিডিও , ডিএম বা একাধিক জায়গায় দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনও কাজ হয়নি। তাই আজকে এখানে পথ অবরোধ করছি।”

Purba Medinipur News : শীত পড়তেই চড়চড় করে দাম উঠছে চন্দ্রমল্লিকার, মুখে হাসি পাঁশকুড়ার চাষিদের
চাষিরা জানাচ্ছেন, এমনিতেই চাষের শুরুতে পর্যাপ্ত জলের যোগান না থাকায় কৃষিকাজ করতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যাঁরা চাষ করে নিচ্ছে, পরবর্তীকালে জলের অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। খাল সংস্কার না করা হলে এবং পর্যাপ্ত জলের যোগান না থাকলে আগামী দিনে চাষের প্রচণ্ড ক্ষতি হবে বলে জানান স্থানীয়রা। বেশ কিছু সময়ে অবরোধের পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। অবশেষে ঘটনাস্থলে আসেন নন্দকুমার থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলেনা তাঁরা। পুলিশের তরফে অবশেষে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। নন্দকুমার থানার পুলিশ বেশ কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *