জয়সলমের (Jaisalmer) বিমানবন্দরে দেখা মিলল নব দম্পতি সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani)। ডেনিম ও লেদার জ্যাকেটে সিড কুল অ্যান্ড ক্যাজুয়াল। খুব যত্ন করে খুলে দিলেন গাড়ির দরজা। হাত ধরে নামালেন কিয়ারাকে। কিয়ারাও অবশ্য ধরা দিলেন ব্ল্যাক ক্যাজুয়াল পোশাকে।