মালদার বিদ্যুৎ সমস্যা নিয়ে পুরাতন সার্কিট হাউসে (Malda Circuit House) বিদ্যুৎ দফতরের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যে বিদ্যুৎ, যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তিনি জানান, “মঙ্গলবাড়িতে ৩৩কেবি’র সাব স্টেশন খুব শীঘ্রই নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি গোটা জেলায় আরও ৮টি সাব স্টেশন তৈরি করা হবে।” এই সব স্টেশন গুলি নির্মাণ করা হয়ে গেলে জেলায় বিদ্যৎ সমস্যা অনেকটাই নির্মূল করা যাবে বলে আশ্বাস তাঁর।
এছাড়াও মালদা জেলায় মোট ৭১০০ কিমি এবি বিদ্যুৎবাহী তার বসানোর কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “এই কেবিল বসানো হয়ে গেলে আমরা গোটা মালদা (Malda) শহর জুড়ে আরও উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা দিতে পারব। আমাদের একটা অবিরাম প্রচেষ্টা চলছে বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করার।”
জেলার পাশাপাশি, বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রেও একাধিক অভিযোগের কথা উঠে আসে গ্রাহকদের থেকে। অনেক সময়ই নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হলেও তা দিনের পর দিন ফাইলবোধ হয়ে থাকে বলে অভিযোগ উঠে আসে জেলার বিভিন্ন প্রান্তে। বিষয়টি নিয়ে বিদ্যুৎমন্ত্রী জানান, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়লে চার দিনের মধ্যে গ্রাহককে বাজেট জমা দেওয়া হয় বিদ্যুৎ পর্ষদের তরফে। টাকা জমা দেওয়া হলে তিনদিনের মধ্যে তাঁর বাড়িতে বিদ্যুতের সংযোগ স্থাপন করে দেওয়া হয়। ফলত, সর্বসাকুল্যে সাতদিনের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ করা হয় বলে দাবি করেন তিনি। বর্তমানে গড়ে প্রতিদিন ১৫০০ নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়ে জেলা জুড়ে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনও অভিযোগ গ্রাহকদের থাকলে তা দ্রুত সমাধানের জন্যেও ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন মন্ত্রী।