Matua Community : মতুয়াদের ক্ষোভ অব্যাহত, রাস্তা অবরোধ করে বিক্ষোভ হুগলিতে – matua community agitation for mamata banerjee comment on guruchand thakur at pandua


West Bengal News : মতুয়া ধর্মগুরুকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে হুগলি জেলার সিমলাগড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মতুয়াদের (Matua Community)। বুধবার বেলা এগারোটা নাগাদ পান্ডুয়ার (Pandua) বৈঁচিগ্রাম থেকে মিছিল করে স্থানীয় মতুয়া মহাসংঘের মানুষজন। খোল কর্তাল হাতে মতুয়া সমাজের প্রায় শতাধিক মানুষ রাস্তায় নামে। এরপরে সিমলাগড় ১৯ নম্বর রেল গেটের কাছে রাস্তা অবরোধ করে প্রতীকি বিক্ষোভ দেখান দেন তাঁরা।

Matua Community : ‘ক্ষমা চাওয়া উচিত…’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ মতুয়াদের
উল্লেখ্য, কিছুদিন আগে মালদার (Malda) রতুয়ায় একটি জনসভায় গিয়ে মতুয়াদের আরাধ্যকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মন্তব্যের পরেই রাজ্যের একাধিক জায়গায় মতুয়া সম্প্রদায়ের একাংশ প্রতিবাদ শুরু করে। মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার জন্য বলা হয় মতুয়া সংঘের তরফে। একাধিক জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। বুধবার অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল মতুয়া সম্প্রদায়ের মানুষরা।

Matua Community : ‘মুখ্যমন্ত্রীকে ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে’, নবান্ন অভিযানের হুঁশিয়ারি মতুয়াদের
অবরোধকারী রঙ্গলাল মৃধা জানান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে বৈঁচিগ্রাম, সিমলাগড় ও পাণ্ডুয়ার মতুয়া ধর্মাবলম্বী মানুষজন GT রোড অবরোধ করেছে। আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ঠাকুরনগর গিয়ে ক্ষমা চাইতে হবে। তা যদি না করেন আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন করবো। হরিচাঁদ ঠাকুরকে উনি উনি কটুক্তি করেছেন। আরেক আন্দোলনকারীর কথায়, উনি ভোটের জন্য ঠাকুরনগরে বড়মার কাছে গিয়েছিলেন। ভোট মিটে গিয়েছে তাই এখন কটুক্তি করছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পাণ্ডুয়ার বৈঁচিতে কয়েকশো মতুয়া সম্প্রদায়ের মানুষ পদযাত্রা করবেন বলেও জানানো হয়।

Biman Bose On Nawsad Siddique : ‘গণতান্ত্রিক ব্যবস্থায় এসব হয় না…’ নওশাদের গ্রেফতারিতে মন্তব্য বিমানের
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রতিবাদ জানায় আন্তর্জাতিক মতুয়া পরিষদ। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ক্ষমা না চাইলে, ১৫ ফেব্রুয়ারি নবান্ন (Nabanna) অভিযান হবে বলে জানায় তাঁরা। ধর্মগুরুর নামের ভুল উচ্চারণের প্রতিবাদে হুঁশিয়ারি দেয় আন্তর্জাতিক মতুয়া পরিষদ। যদিও বিষয়টি নিয়ে শনিবারই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টুইটার হ্যান্ডেলে লেখা হয়, “আমরা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি ক্লিপ ব্যবহার করে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ওই সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর (মুখ্যমন্ত্রীর) কথা জড়িয়ে গিয়েছিল। আমরা মানুষকে অনুরোধ করছি এমন কোনও প্ররোচনায় পা দেওয়ার জন্য।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *