Purba Medinipur : হারিয়ে গিয়েছিলেন ৬ বছর আগে, নন্দীগ্রাম থেকে বধূ ফিরলেন গুজরাটে – missing housewife returned to her family with help of nandigram police station


West Bengal News : হারিয়ে গিয়েছিলেন বছর ছয়েক আগে। তারপর থেকেই যাযাবরের মতন ঘুরে বেরিয়েছেন এদিক থেকে ওদিক। শেষ পর্যন্ত এসে পড়েন পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দীগ্রাম (Nandigram) এলাকায়। এরপরের কাহিনী খানিকটা রূপকথার মতন। শেষমেশ ৬ বছর আগে নিখোঁজ গুজরাটের (Gujarat) ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দিল নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Police Station)। পরিবারকে কাছে পেয়ে খুশি ওই গৃহবধূ বাবর ধনি বেহেন।

Nandigram Bomb Blast : পঞ্চায়েত নির্বাচনের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর বাড়ি সামনে বোমাবাজির অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাট (Gujarat) রাজ্যের দাহদ এলাকার বাসিন্দা বাবর ধনি বেহেন নামে এক গৃহবধূ ৬ বছর আগে নিখোঁজ হয়ে যান৷ পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিলো৷ এদিন দীর্ঘ ৬ বছর পর নন্দীগ্রাম থানার পুলিশের (Nandigram Police Station) চেষ্টায় তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম থানার তারাচাঁদবাড় এলাকায় এক মহিলাকে ইতস্তত ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর স্থানীয় মানুষেরা নন্দীগ্রাম থানার পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করেন। ওই গৃহবধূকে কাউন্সিলিং-এর জন্য হলদিয়ার (Haldia) বাসুদেবপুরে স্নেহ নীড়ে রাখা হয়। সেখানে রেখে তার সেবা শুশ্রূষা করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। হোমের কর্তৃপক্ষ একাধিকবার তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে। এরপর বাড়ির ঠিকানা জানতে পেরে হোম কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানায় খবর দেয়। নন্দীগ্রাম থানার পুলিশ গুজরাট (Gujarat) রাজ্যের দাহদ জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট এলাকার পুলিশের সাহায্যেই নিখোঁজ গৃহবধূর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়।

Nandigram TMC : তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম, রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ
অবশেষে বুধবার হোম কর্তৃপক্ষ, নন্দীগ্রাম থানার পুলিশের (Nandigram Police Station) উপস্থিতিতে বাবর ধনি বেহেনকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সরকারি নিয়ম মেনেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। প্রায় ৬ মাস ধরে বাসুদেবপুর হোমে অন্যান্য আবাসিকদের সঙ্গে থেকে ভালোবাসায় মজে গিয়েছিলেন তিনি। হোমের অন্যান্যরাও তাকে কাছে পেয়ে বেজায় খুশিতে ছিল। এবার তিনি বাড়ি ফিরে যাওয়ায় বাকি আবাসিকদেরও চোখে জল চলে আসে। চোখে জল এলেও তারা মন থেকে খুশি।

Howrah Incident : ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক, মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ
এই বিষয়ে নন্দীগ্রাম থানার আইসি সুমন চৌধুরি জানান, “আমরা গৃহবধূকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। খুব ভালো লাগছে।” হোমের কাউন্সিলিংয়ের দায়িত্বে থাকা পুজা সাহু জানান, “নন্দীগ্রাম থানার পুলিশ এক ভবঘুরে গৃহবধূকে আমাদের হোমে পাঠায়৷ আমরা কাউন্সিলিং করে তার বাড়ির ঠিকানা জানতে পারি৷ নন্দীগ্রাম থানার পুলিশ ঠিকানা কনফার্ম করেন। তারপর সরকারি গাইডলাইন মেনে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *