Sikkim Tour : সিকিম ধর্মঘটে শিলিগুড়িতে অমিল বাস-গাড়ি, ভরা মরশুমে চূড়ান্ত হয়রানি পর্যটকদের – sikkim tourist faces problem due to strike bus and cars are not available


West Bengal News: বুধবার সিকিমে (Sikkim) ১২ ঘণ্টার বনধ ডেকেছে সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। ফলে বুধবার সকাল থেকে সিকিমে কোনও বাস ও গাড়ি যাচ্ছেনা। এর জেরে শিলিগুড়িতে আটকে পড়েছেন বহু পর্যটক। রংপোর কাছে বাংলা সিকিম সীমান্তে অপেক্ষা করছেন পর্যটকেরা। বন্ধের কারণে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা অবধি বনধ চলবে। ততক্ষণ সিকিমে ঢুকতে পারবেন না পর্যটকরা। বনধের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরই পর্যটকরা সিকিমে ঢুকতে পারবেন বলে জানা গিয়েছে। অনেকেই আজ সকাল থেকে শিলিগুড়ির জংশনে বাস গাড়ি ধরার জন্য এলেও সিকিমে যেতে পারেননি। অনেকেই প্রথমবারের জন্য সিকিম ঘুরতে এসে সমস্যার মধ্যে পড়েছেন।Sikkim Tour : আন্দোলনের জেরে লাটে পর্যটন ব্যবসা! সিকিম যাওয়া কি নিরাপদ?
এক পর্যটত বলেন, ‘আমার গ্যাংটকে যাওয়ার ছিল। এখানে কোনও বাস বা গাড়ি চলছে না। আমরা ভেবেছিলাম আজ রওনা দিলে কাল গ্যাংটকে পৌঁছে যাব। কিন্তু, এখানে এসে দেখালাম খুবই খারাপ অবস্থা। ওখানে স্কুলে আমাদের অ্যাসেসমেন্ট রয়েছে। কাল একবার চেষ্টা করে দেখব যদি গ্যাংটক পৌঁছতে পারি।’ গণপরিবহণ বন্ধ থাকার কারণে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। পর্যটকদের আশঙ্কা এই কারণে গাড়িভাড়াও লাগামছাড়া ভাবে বাড়তে পারে। এক মহিলা পর্যটক বলেন, ‘আমাদের গ্যাংটকে যাওয়ার কথা ছিল। আমার একদিনের জন্য হঠাৎ করে প্ল্যান করে এখানে এসেছিলাময। কিন্তু আমরা জানতাম না যে এখানে বনধ চলছে। এখানে দেখলাম বাস বন্ধ। আমরা দুই মেয়েকে নিয়ে অপেক্ষা করছি। আমাদের হাতে সময় খুবই কম, কারণ শুক্রবারের মধ্যে পড়তে হবে। বাচ্চাদের খুবই সমস্যা হচ্ছে এইভাবে রাস্তার মধ্যে বসে থাকতে। এখান দেখা যাক অন্য কোনওভাবে পৌঁছনো যায় কি না।’

Sikkim Tourism News Today: পড়ল না বনধের প্রভাব, শিলিগুড়ি-সিকিম যান চলাচল স্বাভাবিক
নাগরিক ফোরাম বা জয়েন্ট অ্যাকশন কমিটির আন্দোলনের জেরে পর্যটন ব্যবসা বড় থাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সিকিমের শাসক দল সিকিম ক্রান্তিকারি মোর্চাও এই বনধকে সমর্থনের কথা জানিয়েছে। সিকিমে এখনও পর্যটকদের ভিড় রয়েছে। আগামী দিনে আরও পর্যটকরা সিকিমে ভিড় করতে পারেন বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি থেকে অনেক গাড়ি পর্যটকদের নিয়ে সিকিম যাতায়াত করেন। এই বনধের কারণে অনেক পর্যটক বুকিং বাতিল করতে পারেন বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে সিকিমের আন্দোলন পরিস্থিতি কোনদিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *