Siliguri Latest News: শিলিগুড়ির রাস্তায় পড়ে থাকছে সোনার বিস্কুট! ফাঁদে পা দিয়ে সর্বশান্ত অনেকেই – siliguri police arrested two person for allegedly running fake gold scam


Siliguri Latest News: রাস্তাঘাটে পড়ে থাকছে ‘সোনার বিস্কুট’? শিলিগুড়ির রাস্তাঘাটে চলতে গিয়ে সোনা পেয়েছেন অনেকে? কিন্তু, এই এতে সম্পত্তি বাড়ছে না, বরং ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের? ব্যাপারটা কী? রিকশতেই রয়েছে ‘সোনা রহস্য’। রিকশয় কাজে যাওয়ার সময় নাকি ‘সোনা’ পাচ্ছেন অনেকেই। কিন্তু সোনা পাওয়া কি এত সহজ? আসলে সেই সোনা মোটেও আসল নয়। কিছু যাত্রী লোভে পড়ে রিকশ চালকদের থেকে অল্প টাকার বিনিময়ে সেই ‘সোনার বিস্কুট’ নিচ্ছেন। কিন্তু, পরে দেখা যাচ্ছে তা একেবারে নকল। আর শিলিগুড়িতে এমন চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন অনেকেই। কিন্তু, এবার এই চক্রের দুই মাস্টার মাইন্ডকে পাকড়াও করল শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ৷ জানা গিয়েছে, সোমবার এমনভাবেই এক ব্যক্তি প্রতারিত হন৷ পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান তিনি৷ এরপর মঙ্গলবার পুলিশ রাকিবুল শেখ ও আশরাফুল শেখ নামে দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত দুইজন রিকশা চালক সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য বিস্তর আঁটসাঁট বেঁধে কাজে নামত বলে জানা গিয়েছে।

Siliguri News : ঠিকানা বদল শিলিগুড়ি বাসস্ট্যান্ডের, যানজট কমাতে একাধিক উদ্যোগ পুরসভার
কীভাবে চালানো হত প্রতারণা চক্র?
পুরো ‘ঘোঁট’-টিই বাঁধত রিকশয়। যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় চক্রের সঙ্গে যুক্তরা রাস্তায় ফেলে রাখত ব্যাগ। আর তার মধ্যেই থাকত নকল সোনার বিস্কুট। এদিকে প্ল্যান মোতাবেক সেই ব্যাগ দেখে রিকশ দাঁড় করাত চালকরাও এবং ওই ব্যাগে কী রয়েছে তা না জানার নাটক করত। যাত্রীর সামনেই সেই ব্যাগ খুলত সে। এরপর ভেতর থেকে বার হওয়া নকল সোনার বিস্কুটটি আসল বলে দাবি করত রিকশ চালক। এদিকে সেই ফাঁদে পা দিয়ে কিছু যাত্রী লালসার শিকার হতেন। তাঁরা ওই রিকশ চালকের থেকে সামান্য অর্থের বিনিময়ে নকল সোনার বিস্কুট কিনে নিতেন।

Sikkim Tour : আন্দোলনের জেরে লাটে পর্যটন ব্যবসা! সিকিম যাওয়া কি নিরাপদ?
গত সোমবার এক ব্যক্তি প্রায় ৪০ হাজার টাকা দিয়ে ধৃতদের থেকে নকল সোনা আসল ভেবে কিনেছিলেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশের অনুমান এই চক্রে আরও অনেকেই জড়িত রয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় ‘মূল মাথা’-কে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? নকল সোনা চক্রের জাল ভেদ করতে মরিয়া পুলিশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *