South 24 Pargana: যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীকে, অসুস্থ হতেই জানাজানি! গ্রেফতার শিক্ষক – home tutor allegedly assault minor girl student at his home


West Bengal Local News গৃহশিক্ষকের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। পড়াতে এসে নাবালিকা ছাত্রীকে (Minor Student) একা পেয়ে উঠল নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station)এলাকায়। শিক্ষকের জোর জবরদস্তিতে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। পরিবারের লোক তাঁর অবস্থা দেখে প্রশ্ন করলে কান্নায় ভেঙে পড়ে ছাত্রীটি সমস্ত কথা খুলে বলে। সঙ্গে সঙ্গে পরিবারের তরফ থেকে অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবব্রত মাইতি।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে পড়াতে আসেন গৃহশিক্ষক (Home Tutor) দেবব্রত মাইতি। সেসময় বাড়িতে একা ছিলেন তাঁর নবম শ্রেণীর ছাত্রী (Class Nine Student)। অভিযোগ, ছাত্রীকে একা পেয়ে তাঁকে অশালীনভাবে স্পর্শ করে অভিযোগ। জোর করে যৌনাঙ্গ স্পর্শ করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে পরিবারের তরফে। এই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। ভয়ে আতঙ্কে রীতিমতো কাঁপতে থাকে সে। গৃহশিক্ষক (Home Tutor) নির্ধারিত সময়ে বাড়ি চলে যাওয়ার পর নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। মা বাড়ি এলে তাঁকে সমস্ত বিষয় জানায় মেয়েটি। সঙ্গে সঙ্গে মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওঠে পরিবারের লোক। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা। নাবালিকার যৌন হেনস্থার রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)।

Malda News: স্ত্রীকে সঙ্গে নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব, অপমানে চরম সিদ্ধান্ত দশম শ্রেণির পড়ুয়ার!

অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সোনারপুর গ্রামীণ হাসপাতালে (Sonarpur Hospital) নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয় । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে (POCSO) মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে (Baruipur Court) পেশ করা হবে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার (Baruipur District Police) DSP মোহিত মোল্লা জানান তারা নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *