Trinamool Congress : ‘কাজ না করলে সুন্দরবনে যান…’, আবার বিতর্কিত মন্তব্য তালডাংরার তৃণমূল বিধায়কের – trinamool congress mla arup chakraborty slams government officials for not working properly


West Bengal Local News: আবারও বিতর্কিত মন্তব্য তালডাংরার তৃণমূল বিধায়ক (Trinamool Congress MLA) অরুপ চক্রবর্তীর (Arup Chakraborty)। আগেও একাধিকবার দলীয় কর্মসূচি থেকে প্রশাসনের আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক। তবে এবার কোনও দলীয় অনু্ষ্ঠানে নয় খোদ সরকারি সভায় বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। সরকারি দফতকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে (Video Confernce) পানীয় জলের অভাব নিয়ে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের তুলোধোনা করার ভিডিয়ো ভাইরাল। দিদির দূত কর্মসূচিতে গিয়ে বাঁকুড়া জেলায় বিধায়ক থেকে স্থানীয় তৃণমূল নেতাদের বারবার স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। প্রায় প্রতি ক্ষেত্রেই ক্ষোভের কারণ হিসেবে উঠে এসেছে এলাকায় জলসঙ্কটের কথা। এবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে সাধারণের ক্ষোভের কথাই উগরে দিলেন তালডাংরার বিধায়ক।

Suman Kanjilal : ‘দলে থেকে কাজ করতে পারিনি…’, আলিপুরদুয়ারে ফিরেই তোপ সুমন কাঞ্জিলালের
ভাইরাল হওয়া ভিডিয়োতে বিধায়ককে আধিকারিকদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা যায়। আধিকারিকদের উদ্দেশে বিধায়ক জানিয়ে দেন ‘কাজ করার ইচ্ছে না থাকা আবেদন করে সুন্দরবনে চলে যান’।জল সমস্যা না মেটালে আদিবাসীরা তীর ধনুক নিয়ে আধিকারিকদের ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দেন ওই বিধায়ক। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভাইরাল ভিডিয়োর (Viral Video) সত্যতার কথা পরে স্বীকারও করে নিয়েছেন ওই বিধায়ক। বিধায়ক জানান শুধু মুখে নয় সমস্যার কথা লিখিত ভাবে জানানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে।

Paschim Medinipur News : চেম্বারে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা! ভিডিয়ো ভাইরাল হতে ‘দিদির দূত’-দের দুষলেন হীরালাল
বাঁকুড়া জেলায় পানীয় জলের সমস্যা নতুন নয়। কিন্তু সম্প্রতি দুর্গাপুর ব্যারেজ ও মুকুটমনিপুর (Mukutmanipur) জলাধার থেকে জল সরবরাহের একাধিক প্রকল্প রূপায়িত হওয়ার পর সেই সমস্যা কিছুটা হলেও মেটানোর চেষ্টা হয় । প্রকল্পগুলি রূপায়নে খরচ হয় কোটি কোটি টাকা। সম্প্রতি দলের নির্দেশ অনুযায়ী ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে জল সমস্যার কথা শুনতে হয় তৃণমূল নেতা কর্মী ও বিধায়কদের। বেশ কিছু জায়গায় এলাকার মানুষ দিদির দূতদের ঘিরে বিক্ষোভও দেখান। সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠেক বিধায়ক বলেন, ‘আপনারা যথাযথভাবে কাজ করছেন না। এমনটা চলতে থাকলে আধিকারিকরা জঙ্গলমহলে গেলে আদিবাসীরা তীর ধনুক নিয়ে ঘেরাও করে রাখবে।’ ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘আধিকারিকদের অবেহেলার কারনেই এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে। সে কথাই ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বলা হয়েছে। লিখিত ভাবেও তা জানানো হয়েছে ‘



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *