ভাইরাল হওয়া ভিডিয়োতে বিধায়ককে আধিকারিকদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা যায়। আধিকারিকদের উদ্দেশে বিধায়ক জানিয়ে দেন ‘কাজ করার ইচ্ছে না থাকা আবেদন করে সুন্দরবনে চলে যান’।জল সমস্যা না মেটালে আদিবাসীরা তীর ধনুক নিয়ে আধিকারিকদের ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দেন ওই বিধায়ক। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভাইরাল ভিডিয়োর (Viral Video) সত্যতার কথা পরে স্বীকারও করে নিয়েছেন ওই বিধায়ক। বিধায়ক জানান শুধু মুখে নয় সমস্যার কথা লিখিত ভাবে জানানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে।
বাঁকুড়া জেলায় পানীয় জলের সমস্যা নতুন নয়। কিন্তু সম্প্রতি দুর্গাপুর ব্যারেজ ও মুকুটমনিপুর (Mukutmanipur) জলাধার থেকে জল সরবরাহের একাধিক প্রকল্প রূপায়িত হওয়ার পর সেই সমস্যা কিছুটা হলেও মেটানোর চেষ্টা হয় । প্রকল্পগুলি রূপায়নে খরচ হয় কোটি কোটি টাকা। সম্প্রতি দলের নির্দেশ অনুযায়ী ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে জল সমস্যার কথা শুনতে হয় তৃণমূল নেতা কর্মী ও বিধায়কদের। বেশ কিছু জায়গায় এলাকার মানুষ দিদির দূতদের ঘিরে বিক্ষোভও দেখান। সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠেক বিধায়ক বলেন, ‘আপনারা যথাযথভাবে কাজ করছেন না। এমনটা চলতে থাকলে আধিকারিকরা জঙ্গলমহলে গেলে আদিবাসীরা তীর ধনুক নিয়ে ঘেরাও করে রাখবে।’ ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘আধিকারিকদের অবেহেলার কারনেই এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে। সে কথাই ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বলা হয়েছে। লিখিত ভাবেও তা জানানো হয়েছে ‘