বইমেলায় চাকরিপ্রার্থীকে ‘ভরসা’ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, মিশলেন জনতার ভিড়ে justice abhijit gangopadhyay visit kolkata Bookfair


অর্ণবাংশু নিয়োগী: শুধুমাত্র বিচারপতি নন, আমজনতার কাছে তিনি ‘মসিহা’। চাকরিপ্রার্থীদের ‘ভগবান’! সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন পৌঁছলেন বইমেলায়, তখন সাধারণ মানুষের উদ্দীপনা আর বাঁধ মানল না। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীও বলে ফেললেন, ‘স্যার আমি আপনার ফ্যান।’

এ যেন এলেন, দেখলেন, জয় করলেন! ঘড়িতে তখন সাড়ে ৬টা। এদিন সন্ধ্যায় পাঁচ নম্বর গেট গিয়ে বইমেলা ঢোকেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুলিশি নিরাপত্তা তো ছিলই, সঙ্গে জনতার ব্যারিকেডও। এরপর মানুষের ভিড়ই টেনে নিয়ে গেল ‘জনতার বিচারপতি’কে। কেউ একবার ছুঁতে চান, কেউ তুলতে চান সেলফি! বইমেলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে নানান আবদার করলেন সাধারণ মানুষ।

বইমেলায় গিয়েও এক চাকরিপ্রার্থীকে ‘ভরসা’ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাতটা মুঠো করে ধরে বললেন, ‘লড়ে যান। জয় আসবে’। ভিড় দেখে আবার দাঁড়িয়ে পড়লেন এক বৃদ্ধ। পুলিসের কাছে জানতে চাইলেন, ‘উনি কে’? পরিচয় শুনে স্ত্রীকে বললেন, ‘বিচার ব্যবস্থা বদলে দিয়েছেন উনি’। হয়তো কাছে পৌঁছতে পারেননি। দূর থেকে কেউ বলে উঠলেন,  ‘স্যার আমরা বঞ্চিত..স্যার আমাদের মামলা চলছে আপনার কোর্টে’। শোনা গেল, ‘আরে ওনাকে তো খবরে দেখি, বাবা ভাবিনি দেখা পাব! একজন মানুষ বটে’! 

আরও পড়ুন: Sealdah: সপ্তাহান্তে লোকাল ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহ মেন লাইনে…

পরনে খয়েরি রংয়ে প্যান্ট, সাদা জামা আর কোর্ট। মুখে হালকা হাসিই বলে দিচ্ছিল, তিনি খুশি। পাঁচ-ছ’টি স্টল ঘুরে পছন্দের খান দশেক বই কিনলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *