সপ্তাহান্তে লোকাল ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহ মেন লাইনে… Train service stopped in Sealdah on weekends


অয়ন ঘোষাল: বর্ধমান শাখায় পরিষেবা স্বাভাবিক হয়নি এখনও। শিয়ালদহ মেন লাইনে এবার বন্ধ থাকবে লোকাল ট্রেন। কবে? ১১ ফেব্রুয়ারি শনিবার রাত ১০ থেকে ১২ ফেব্রুয়ারি রবিবার রাত ৮টা পর্যন্ত।

শিয়ালদহ স্টেশন দিয়ে নিত্যদিন যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। মেন লাইনে একাধিক শাখায় চলে লোকাল ট্রেন। সপ্তাহান্তে চরম দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। কেন? রেল সূত্রে খবর, লাইন ও ব্রিজ মেরামতি কারণে শনিবার ও রবিরার লোকাল ট্রেন চলবে না শিয়ালদহ মেন লাইনে। প্রতিটি শাখাতেই বাতিল থাকবে একাধিক ট্রেন। কয়েকটি ট্রেনকে আবার নির্দিষ্ট গন্তব্য আগেই থামিয়ে দেওয়া হবে।

শিয়ালদহ মেন লাইনে বন্ধ লোকাল ট্রেন
————-
শনিবার(১১ ফেব্রুয়ারি)

নৈহাটি, রানাঘাট, শান্তিপুর ও কল্যাণী সীমান্ত নৈহাটি শাখায় বাতিল ১ করে আপ ও ডাউন ট্রেন

রবিরার
——
নৈহাটি, রানাঘাট, কল্য়াণী সীমান্ত, ব্যারাকপুর, শান্তিপুর ও কৃষ্ণনগর-সহ সহ সব শাখায় বন্ধ লোকাল ট্রেন। কোথাও ৫, তো কোথাও ৬, এমনকী, ৮ জোড়া ট্রেনও বাতিল। কল্যাণী সীমান্ত নৈহাটি লোকাল চলবে ব্যারাকপুর পর্যন্ত।

এদিকে বর্ধমান স্টেশনের পুরনো রেলব্রিজ ভাঙা কাজ  চলছে। গত কয়েকদিন দফায় দফায় ট্রেন হচ্ছে হাওড়া-বর্ধমান লাইনে। সঙ্গে  বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান আসানসোল শাখায়ও। গতকাল, বুধবার মধ্যরাত থেকে আদ, বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত আবার পাওয়ার ব্লক নেওয়া হয়েছিল বর্ধমান স্টেশনে। ফলে দিনভর ট্রেন চলেনি।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *