Bidhannagar Police : অভাবী পড়ুয়াদের কম্পিউটার শেখাচ্ছে বিধাননগর পুলিশ – bidhannagar police started computer course for poor students


এই সময়:বিধাননগর কমিশনারেট এলাকায় এমন অনেক পড়ুয়া আছে, যাদের খরচ করে কম্পিউটার শেখার মতো অবস্থা নেই। কিন্তু, বর্তমানে বেসরকারি বা সরকারি সব চাকরির ক্ষেত্রেই কম্পিউটার জানা বাধ্যতামূলক। আর্থিক ভাবে পিছিয়ে পড়া এই পড়ুয়াদের জন্য কম্পিউটার কোর্স চালু করল বিধাননগর কমিশনারেট। বিনামূল্যে তিন মাসের এই কোর্স শেষে দেওয়া হবে শংসাপত্রও। লেকটাউন, রাজারহাট, নিউ টাউন, নারায়ণপুর, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স এবং বিধাননগর উত্তর থানায় কম্পিউটার কোর্স চালু হয়ে গিয়েছে। এক কর্তা বলেন, বাকি থানাগুলিতেও ধাপে-ধাপে কম্পিউটার কোর্স চালু হবে।

Kolkata Salt Lake : সল্টলেকে ঘর ভাড়া দিয়ে ‘পর্নগ্রাফি’ শ্যুটিং, জালে গেস্টহাউসের ম্যানেজার
বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চালু হওয়া সেন্টারে কম্পিউটারের বেসিক জিনিসগুলো শেখানোর পাশাপাশি সাইবার সিকিউরিটির বিষয়েও পাঠ দেওয়া হবে। একই সঙ্গে যারা আগে কম্পিউটার কোর্স করেছে এবং বাড়িতে মেশিন নেই, তারা এই সেন্টারে এসে প্রাকটিস করতে পারবে। বিধাননগর কমিশনারেটের কর্তাদের বক্তব্য, বর্তমান সময়ে সাইবার ক্রাইমের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। ফলে, এই সাইবার প্রতারকদের (Cyber Crime) হাত থেকে বাঁচার জন্য কী কী করণীয়, সে বিষয়ে পড়ুয়াদের জানাবেন বিশেষজ্ঞরা।

BSF Recruitment 2023: বিপুল শূন্যপদে নিয়োগ করছে বিএসএফ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
কী ভাবে মোবাইল ফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে, ইমেল আইডি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড কত দিন অন্তর বদলানো জরুরি ও কেন জরুরি- সে সব বিষয়ও পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে। পড়ুয়াদের এ বিষয়ে জানানোর ফলে তারা বাড়ির বড়দেরও এ বিষয়ে জানাতে পারবেন। ফলে, সাইবার ক্রাইমের ঘটনা কমানো যাবে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন রাজারহাটের বাসিন্দা বিপুল মাইতি। তাঁর ছেলে সুমন্ত রাজারহাটের একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। বিপুল বলছেন, ‘পুলিশের এই পদক্ষেপের ফলে আমার ছেলের মতো আরও অনেকে কম্পিউটার শিখতে পারবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *