Both openers departs, Madhya Pradesh struggles against Bengal


সব্যসাচী বাগচী 

প্রথমে গত রঞ্জি চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াকু ব্যাটিং। সকালের আবহাওয়া ও নতুন বল সামলে নিয়ে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) অধিনায়কোচিত ইনিংস। এবং এরপর দ্বিতীয় দিনের শেষে দুই পেসারের আগুনে জোরে বোলিং দেখল গোটা দেশ। ফলে চলতি রঞ্জি ট্রফির প্রথম সেমি ফাইনালে (Ranji Trophy Semi Final 2023) দারুণ জায়গায় বাংলা (Bengal)। কারণ বাংলার প্রথম ইনিংস ৪৩৮ রানে শেষ হয়ে যাওয়ার পর, ৫৬ রান তুলতে গিয়েই ২ উইকেট হারিয়ে ফেলেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। দুই ওপেনার যশ দুবে (Yash Dubey) ও হিমাংশু মন্ত্রীকে (Himanshu Mantri) ফিরিয়ে দিয়ে, বঙ্গ সাজঘরে হাসি ফুটিয়েছেন আকাশ দীপ (Akash Deep) ও ঈশান পোড়েল (Ishan Porel)। ফলে ৩৮২ রানে এগিয়ে থেকে বিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বঙ্গব্রিগেড। 

বল প্রথম দিন থেকেই টার্ন করতে শুরু করেছিল। দ্বিতীয় দিন বল আর বেশি ঘুরল। এরমধ্যে আবার বৃহস্পতিবার খেলা শুরু হতেই দাপট দেখাতে শুরু করেন আবেশ খান (Avesh Khan), গৌরব যাদব (Gourav Yadav), অনুভব আগরওয়ালরা (Anubhav Agarwal)। সেই সময় শাহবাজ আহেমদ (Shahbaz Ahmed) দ্রুত ফিরলেও, মনোজ হাল ছাড়েননি। বেশ কয়েকবার তিনি ‘বিট’ হয়েছেন। বল প্যাডে লাগতেই বিপক্ষ লেগ বিফোরের আপিল করেছে, তবুও লড়ে গিয়েছেন ‘মান্নি’। শাহবাজ ফিরতেই ৩২৩ রানে ৫ উইকেট হারায় বাংলা। সেখান থেকে তরুণ অভিষেক পোড়েলকে (Abishek Porel) নিয়ে পালটা লড়াই শুরু করেন মনোজ। ষষ্ঠ উইকেটে যোগ করেন মূল্যবান ৭৮ রান। 

আরও পড়ুন: Usman Khawaja Out, BGT 2023: উসমান খোয়াজার আউট বিতর্ক নিয়ে রবি শাস্ত্রী-মার্ক ওয়ার লেগে গেল

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ট্রাক্টরে বসে চাষির রুপে ধরা দিলেন ‘ক্যাপ্টেন কুল’, ভাইরাল হল ভিডিয়ো

প্রথম দিন বাংলা ৪ উইকেটে ৩০৭ রানে শেষ করেছিল। সেখান থেকে মনোজ, অভিষেক ও টেল এন্ডারদের উপর ভর করে আরও ১৩১ রান যোগ করল বাংলা। প্রথম দিন জোড়া শতরান করে দলকে ভাল জায়গায় রেখেছিলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) ও সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami)। দ্বিতীয় দিন দলকে টানলেন মনোজ ও অভিষেক। মনোজ ১২৯ বলে ৪২ রানে আউট হন। তবে কুমার কার্তিকেয়র যে বলে তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন, সেটা দেখে সম্ভবত উৎসাহিত হয়েছেন বঙ্গ অধিনায়ক। কারণ, বল পিচে পড়ে অনেকটা টার্ন করেছে। এবং লাফিয়েছে। 

মনোজ ফিরে গেলেও হাল ছাড়েননি অভিষেক। ১০২ বলে ৫১ রানে আউট হন তিনি। প্রদীপ্ত প্রামাণিক করেন ২১ রান। তবে টেল এন্ডাররা আর কেউ রান পাননি। বিপক্ষের কুমার কার্তিকেয় ৯৫ রানে ৩ উইকেট নেন। অনুভব আগরওয়াল ৩৮ রানে ২ ও গৌরব যাদব ৭৭ রানে ২ উইকেট নিয়েছেন। 

জবাবে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। জোড়া পেসারদের হাতে নতুন বল তুলে দেওয়ার বদলে শাহবাজকে ডেকে নেন মনোজ। ফলে দ্রুত রান তুলতে ব্যর্থ হন যশ দুবে, হিমাংশু মন্ত্রী। ১৭তম ওভারে গিয়ে প্রথম উইকেট পায় বাংলা। আকাশ নেন একটি উইকেট। যশের উইকেট তুলে নেন তিনি। গত বারের সেমি ফাইনালের প্রথম ইনিংসে ৩২৭ বলে ১৬৫ রান করেছিলেন হিমাংশু। তাঁকে ফিরিয়ে দেন ঈশান। ফলে দিনের শেষে ৫৬ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে মধ্যপ্রদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন বঙ্গ বোলিং দাপট দেখাতে পারলেই, মনোজের দলের ফাইনালে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *