Coal Smuggling Case : বিকাশ কেন হাসপাতালে ? জবাব তলব – coal smuggling case main accused bikash mishra why sent to hospital calcutta high court wants report


কয়লা পাচার মামলায় জড়িত বিকাশ মিশ্রকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই নিয়ে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।

 

Bikash Mishra
বিকাশ মিশ্র

হাইলাইটস

  • কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কেন?
  • সে ব্যাপারে জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।
  • বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ছিল আদালত অবমাননার সেই মামলার শুনানি।
এই সময়: আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিলেও, কেন কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে ব্যাপারে জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ছিল আদালত অবমাননার সেই মামলার শুনানি। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে কী করে প্রেসিডেন্সি জেল অভিযুক্তকে হাসপাতালে রাখল? সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। সিবিআই কৌঁসুলি কল্লোল মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনাক্রমের দিন ও তারিখ উল্লেখ করে একটি সূচি তৈরি করে দিতে হবে আদালতকে।

Anubrata Mondal : কোভিডের সময় ২ দিনে খোলা হয়েছিল ১১৫ অ্যাকাউন্ট! পাচারকাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি CBI-র
কাল, শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে। ২০২১-এর এই ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। অভিযুক্ত বিকাশ মিশ্র বর্তমানে জামিনে রয়েছেন। এদিন প্রেসিডেন্সি জেলের সুপার আদালতে হাজির হন। আদালতের বক্তব্য, যদি প্রথাগত চিকিৎসার দরকার না-পড়ে, তা হলে বিকাশ মিশ্রকে হাসপাতাল থেকে জেলে পাঠাতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদতে না হয়নি বলেই অভিযোগ। তাতে হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে দাবি সিবিআই-এর। বিচারপতি বাগচির বক্তব্য, এটা ইচ্ছাকৃত ভাবে কোর্টের নির্দেশ অমান্য করা। গ্রেপ্তার হওয়ার পরে বিকাশ মিশ্রকে হাসপাতালে নয়, জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই বলে মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *