ED Raid In Kolkata : বালিগঞ্জে তল্লাশি চালিয়ে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট, কেন ED-র নজরে কলকাতার সংস্থা? – why did ed conduct a raid in ballygunge kolkata office from where they recover more than 1 crore


ED Raid In Kolkata ফের শহরে টাকার পাহাড়ের হদিশ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। থরে থরে সাজানো টাকার নোট দেখে রীতিমতো চমকে উঠেছিল সাধারণ মানুষ। বুধবার সন্ধ্যায় বালিগঞ্জের গরচা সংলগ্ন আর্লে স্ট্রিটের একটি অফিসে ইডি তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত পর্যন্ত ED প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করে।

কোথা থেকে উদ্ধার এই অর্থ?

জানা যাচ্ছে, একটি বেসরকারি নির্মাণ সংস্থার অফিসে ED তল্লাশি অভিযান চালিয়েছিল। সংস্থাটির জন্ম ১৮ থেকে ১৯ বছর আগে, সূত্রের খবর এমনটাই। যদিও প্রথমে এই সংস্থাটি ইমপোর্ট-এক্সপোর্টের কোম্পানি ছিল। তারপর তাদের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে।

Coal Smuggling Case : কলকাতায় ফের টাকার পাহাড়, বালিগঞ্জে নির্মাণ সংস্থার অফিসে অভিযান ED-র
কিন্তু, কেন এই সংস্থায় নজর?
সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমেই এই সংস্থার উপর নজর যায় তদন্তকারীদের। কালো টাকা কীভাবে সাদা করা হত? সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই উঠে এসেছিল এই নির্মাণ সংস্থার নাম। এরপরেই বুধবার ED-র একটি দল দিল্লি থেকে কলকাতায় আসে। এরপর সন্ধ্যায় বালিগঞ্জে সংশ্লিষ্ট সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। জানা দিয়েছে, সংস্থার অফিসে অভিযান চালিয়ে একটি ডেক্সটপও বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থাটির একাধিক ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে।

Fake Note Seized: ফের টাকার পাহাড়! যশোর রোড থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জালনোট
এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। BJP-র সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, “পাথর-গোরু চুরির টাকা এদিক-ওদিক হয়েছে। যত দ্রুত এই সব বদরক্ত বেরিয়ে যায় ততই ভালো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *